বিশ্বজমিন
অবৈধ অভিবাসন রোধে সৌদিতে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৫:৩১ অপরাহ্ন

অবৈধভাবে বসবাস ও কাজের অভিযোগের সন্দেহে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশে অবৈধ অভিবাসন রোধে কঠোর অভিযান চালিয়ে মাত্র এক সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়, এ মাসের ৮ থেকে ১৪ মে পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেছে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে মোট ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেপ্তার করেছে তারা। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৯ হাজার ২১২ জন আবাসিক আইন, ৩ হাজার ৫০২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং এক হাজার ৮৭৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তারকৃতদের ১১ হাজার ৭৬৩ জনকে অবৈধ বলে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া এ বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৫৬৭ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে এক হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বেশির ভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যথাক্রমে তাদের পরিসংখ্যান ৩৫ ও ৬২ শতাংশ। এছাড়া অন্যান্য দেশেরও অনেকে গ্রেপ্তার হয়েছেন। তবে তারা কোন দেশের তা নিশ্চিত করা হয়নি। অননুমোদিত বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্তমানে দেশটিতে ২৩ হাজারের বেশি অবৈধ বাসিন্দা বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে ২২ হাজার ২৬৩ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী। অবৈধ অনুপ্রবেশের সঙ্গে জড়িতদের লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া এমন কার্যকলাপের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।