বিশ্বজমিন
গুগল ম্যাপসের তথ্যে যানজট নিরসন ব্যাংককে
মানবজমিন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

বিশ্বের অন্যতম যানজটে বিপর্যস্ত শহর ব্যাংককে যান চলাচলের গতি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। গুগলের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এই মেগাসিটির ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কার্যকর পরিবর্তন। গুগলের ‘প্রজেক্ট গ্রিন লাইট’ নামের এই প্রকল্পের মাধ্যমে ব্যাংককের ব্যস্ত চৌরাস্তা ও মোড়গুলোতে ট্রাফিক বাতির সময় পরিবর্তনের মাধ্যমে ট্রাফিকের গতি বাড়ানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন অ্যান্ড্রয়েড পুলিশ।
গুগলের ম্যাপস অ্যাপ ও অন্য একটি অ্যাপ ‘ওয়েজ’ থেকে সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে, গাড়ি চলাচলের ধারা, থামা-চলা পরিস্থিতি এবং যানজট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর এই তথ্য পাঠানো হয় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। তারা ট্রাফিক বাতির সময়সূচি ও অন্যান্য ডেটা গুগলের সঙ্গে শেয়ার করে। এরপর গুগলের এআই অ্যালগরিদম সেই ডেটা বিশ্লেষণ করে ট্রাফিক বাতির সময়ে পরিবর্তনের সুপারিশ করে, যাতে রাস্তার যান চলাচল আরও মসৃণ হয়। এই সুপারিশগুলো স্থানীয় প্রকৌশলীরা যাচাই করে দেখেন বাস্তবায়নযোগ্য কিনা। পরিবর্তন বাস্তবায়নের পরেও গুগল ও ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ফিডব্যাক লুপ চলমান থাকে এবং নিয়মিত আপডেট ও সংশোধনের মাধ্যমে ব্যবস্থাটি ক্রমাগত উন্নত করা হয়।
গুগলের তথ্য অনুযায়ী, প্রকল্প চালু হওয়ার পর মাত্র তিন মাসের মধ্যেই ব্যাংককে ট্রাফিক থেমে থাকার হার শতকরা ৩০ ভাগ পর্যন্ত কমেছে এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমেছে ১০ শতাংশ। মাসে প্রায় ৫৫ মিলিয়ন গাড়ি চলাচল করে এই শহরে, যার মধ্যে প্রায় ৩০ মিলিয়ন যাত্রী এই ব্যবস্থার সুবিধা পাচ্ছেন। যানজট কমার ফলে শুধু সময় ও জ্বালানি সাশ্রয়ই নয়, পরিবেশগত দিক থেকেও বড় সুবিধা হচ্ছে। ধীরে চলা বা থেমে-থেমে চলা যানবাহন অপেক্ষাকৃত বেশি কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য দূষিত গ্যাস নির্গত করে।
গুগলের এই প্রকল্প সেই নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সক্ষম হয়েছে, যা নগরজীবনের পরিবেশ ও স্বাস্থ্যগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যাংককের পাশাপাশি, প্রজেক্ট গ্রিন লাইট বর্তমানে আরও ১৭টি শহরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতে ব্যাঙ্গলোর, ইসরাইলের হাইফা এবং জার্মানির হামবুর্গ। এই প্রকল্প ভবিষ্যতে আরও শহরে প্রসারিত হলে বিশ্বব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
পাঠকের মতামত
থাইল্যান্ড একটি সভ্য দেশ - তারা তাদের গাড়ির হর্ন বাজায় না. এই প্রোগ্রাম সভ্য দেশেই কার্যকারি হবে..