বিশ্বজমিন
শিল্পীদের ক্রমাগত আক্রমণে ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকা পাস্কাল
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

শিল্পীদের লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ধারাবাহিক আক্রমণের কড়া সমালোচনা করেছেন হলিউড তারকা পেদ্রো পাস্কাল। বিখ্যাত এই অভিনেতা বলেছেন, যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে ভদ্র ভাষায় ছিহ বলো। লড়াই চালিয়ে যাও এবং তাদের জিততে দিও না। শনিবার কান চলচ্চিত্র উৎসবে পরিচালক অ্যারি অ্যাস্টারের নতুন সিনেমা এডিংটনের প্রচারণার সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।
এতে বলা হয়, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতাদের উদ্দেশে পাস্কাল বলেন, গল্প বলা চালিয়ে যাও, নিজেকে প্রকাশ করে যাও এবং এর জন্য লড়াই চালিয়ে যাও। মার্কিন প্রেসিডেন্ট নিজের ট্রুথ সোশ্যালে গায়ক ব্রুস স্প্রিংস্টিনকে ‘বেহায়া ও উদ্ধত’ বলে কটাক্ষ করার পর এমন মন্তব্য করলেন পাস্কাল। এছাড়া জনপ্রিয় গায়িকা টেলর সুইফটকে নিয়েও বেখাপ্পা মন্তব্য করেছেন ট্রাম্প। তার বিরুদ্ধে কথা বলায় সুইফটের জনপ্রিয়তা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। এতে হলিউডের অনেক তারকাই ক্ষুব্ধ হয়েছেন। তবে কারও কাছ থেকে প্রকাশ্যে পাস্কালের মতো এমন কড়া মন্তব্য করতে শোনা যায়নি। অভিনয় জগতে বিখ্যাত এই তারকা বলেন, অভিনেতার পক্ষে এসব বিষয়ে কথা বলা ভয়ের ব্যাপার। কিন্তু আমি চাই মানুষ নিরাপদ থাকুক, সুরক্ষিত থাকুক এবং আমি ইতিহাসের সঠিক দিকেই থাকতে চাই।
চিলির স্বৈরশাসক পিনোচেতের শাসন থেকে পলায়ন করা এক পরিবারে জন্ম নিয়েছেন পাস্কাল। এ বিষয়ে তিনি বলেন, আমি একজন অভিবাসী। আমরা একনায়কতন্ত্র থেকে পালিয়েছিলাম। ডেনমার্কে আশ্রয় পাওয়ার পর আমি আমেরিকায় বড় হয়েছি। সেই সুযোগ না পেলে আজ আমরা কোথায় থাকতাম, জানি না। তাই আমি সব সময় সুরক্ষা প্রার্থীদের পক্ষে থাকি।
এডিংটন নামের নতুন এই মার্কিন চলচ্চিত্রে অভিনয় করেছেন পাস্কাল। এতে মেক্সিকোর একটি ছোট শহরের মেয়রের চরিত্রে নিজের নৈপুণ্য দেখিয়েছেন তিনি। পাস্কালের পাশাপাশি চলচ্চিত্রটিতে রয়েছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন এবং অস্টিন বাটলারের মতো হলিউড তারকারা। সিনেমাটিতে রাজনৈতিক বক্তব্য রয়েছে। এতে অভিনেতারা যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে পরিচালক অ্যাস্টার বলেন, আমি সবকিছুরই ভয় পাই। সব সময়। তাই উত্তরটা কিছুটা ঠাট্টা হলেও, এর সত্যতাও আছে।