ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে ইসরাইল

মানবজমিন ডেস্ক

(১১ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন

mzamin

একইদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। সোমবারের এ হামলায় গাজায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। ইসরাইলের মন্ত্রিপরিষদ গাজা দখল করে নেয়ার পক্ষে মত দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও জোরালো করেছেন হামলা। তিনি ঘোষণা করেছেন নতুন করে স্থল অভিযান চালিয়ে গাজার কমপক্ষে ২০ লাখ মানুষকে সরিয়ে দেয়া হবে।

অন্যদিকে গাজায় পুরোপুরি অবরোধের ৬৫ দিন অতিবাহিত হয়েছে। ফলে সেখানকার মানুষ অনাহারে মৃত্যুর মুখে। হাসপাতালগুলোতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। যাওবা অবকাঠামো অবশিষ্ট আছে তাতে ৪৮ ঘন্টা কোনোমতে সেবা দেয়া সম্ভব। ফলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে। অসুস্থ মানুষ, যুদ্ধে আহতদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইলের শান্তি ও সমৃদ্ধির জন্য অক্লান্তভাবে কাজ করছে বলে জানিয়েছেন তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাস আয়োজিত ইসরাইলের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা, টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়, উপস্থিত ব্যক্তিদের সামনে ইসরাইলের স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্যে উইটকফ বলেন, এ বছর এই দিবস তিক্ত-মিষ্টতায় ভরা। কারণ, এখনও হামাসের হাতে নির্দয় অবস্থায় জিম্মি আছে ৫৯ জন। উইটকফ আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে- আমরা এ বছর অক্লান্তভাবে কাজ করবো, যাতে আগামী বছরের স্বাধীনতা দিবস শুধু আনন্দেরই নয়, একই সঙ্গে ইসরাইলের জন্য বাস্তব শান্তি, সমৃদ্ধি এবং ঐক্যের হয়। তিনি ওই অনুষ্ঠানে আরও বলেন, এরই মধ্যে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আছে গাজায় মানবিক ত্রাণের প্রচেষ্টা। আব্রাহাম শান্তি চুক্তির সম্প্রসারণ। অন্যদিকে খুব শিগগিরই ইসরাইল এবং আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে খুব বিরাট ঘোষণা দেয়া হবে। এমন এক সময়ে তিনি এ ঘোষণা দিলেন যখন আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে আসার কথা রয়েছে।

ওদিকে ওয়াশিংটনের থিংক ট্যাংক নিউ লাইন্স ইনস্টিটিউটের পরিচালক ক্যারোলাইন রোজ আল জাজিরাকে বলেছেন, গাজা থেকে ইয়েমেন, সিরিয়া থেকে লেবানন- এতগুলো ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরাইলি সেনারা ক্লান্ত হয়ে পড়বে। এতে তাদের নৈতিকতার ক্ষয় হবে। নেতানিয়াহু অবশ্যই গাজা উপত্যকায় তার আক্রমণ দ্বিগুণ করার পরিকল্পনা প্রস্তুত করছেন। এর ফলে অবশ্যই ইসরাইলি সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতার ওপর প্রভাব পড়বে।

ওদিকে নিউ ইয়র্কের সামার স্টেজ কনসার্ট তাদের ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছে, তারা প্রাইড কনসার্ট বাতিল করেছে। আরঅ্যান্ডবি’র সঙ্গীতশিল্পী কেহলানির সঙ্গে হওয়ার কথা ছিল এই কনসার্ট। কিন্তু মেয়র এরকি এডামসের অফিস নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। নিউ ইয়র্কের প্রতিনিধি রিচি টোরেস দাবি করেন কেহলানি ফিলিস্তিনের একজন সোচ্চার সমর্থক। তিনি ইসরাইলের ধ্বংস চেয়েছেন। এ কথা প্রকাশ হওয়ার পর ওই কনসার্ট বাতিল করা হয়েছে। তবে এর আগে ফিলিস্তিনপন্থি হওয়ার জন্য তার যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন কেহলানি। তিনি বলেছেন- আমি গণহত্যার বিরোধী। ইসরাইলি সরকার যা করছে আমি তার বিরোধী। একটি পুরো জাতিকে ধ্বংস করে দেয়ার বিরোধী আমি। ওদিকে পেন আমেরিকার জোনাথন ফ্রায়েডম্যান বলেছেন, এই কনসার্ট বাতিল করা কাপুরুষোচিত কাজ হয়েছে।

 

পাঠকের মতামত

Very good! All the Muslim, Arab leaders and so called Human Rights just watch Live Action and video!

Rahman
৬ মে ২০২৫, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status