ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মার্কিন সেনাবাহিনীর শীর্ষপদগুলোতে ছাঁটাইয়ের নির্দেশ

মানবজমিন ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষপদগুলোতে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ। এর মাধ্যমে সেনা বাহিনীতে কর্মরত ফোর-স্টার জেনারেল ও অ্যাডমিরালদের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানোর কথা বলা হয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তরের স্মারকে এ তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, সামগ্রিকভাবে জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা ১০ শতাংশ এবং ন্যাশনাল গার্ডে জেনারেলদের সংখ্যা ২০ শতাংশ কমানো হবে। তবে কোন প্রক্রিয়ায় ছাঁটাই করা হবে, তা বলা হয়নি। স্মারকে আরও বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য অতিরিক্ত ও একই ধরণের পদ কমিয়ে নেতৃত্ব কাঠামোকে কার্যকর ও সুশৃঙ্খল করা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও পোস্ট করেন হেগসেথ। যেটির শিরোনাম ছিল ‘কম জেনারেল, বেশি জিওআই (সৈনিক)।’ 

সেখানে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর আকার অনেক বড় ছিল। কিন্তু তখনও শীর্ষ কর্মকর্তার সংখ্যা ছিল কম। পেন্টাগন প্রধান জানান, এই ছাঁটাই দুই ধাপে কার্যকর করা হবে। প্রথমে ফোর-স্টার কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের জেনারেলদের, পরে জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা কমানো হবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই সামরিক নেতৃত্বে বড় রদবদল করছেন। গত ফেব্রুয়ারিতে তিনি কোনো ব্যাখ্যা ছাড়াই চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস ‘সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেন। এছাড়াও নৌবাহিনী ও কোস্ট গার্ড প্রধান, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান, বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফ, ন্যাটোতে নিয়োজিত নৌবাহিনীর একজন অ্যাডমিরালসহ তিন শীর্ষ সামরিক আইনজীবীকেও বরখাস্ত করা হয়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status