ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

রাশিয়ার কুচকাওয়াজে বিদেশী সৈন্যদের অংশগ্রহণ নিয়ে সতর্ক করলো কিয়েভ

মানবজমিন ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৮:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর উপলক্ষে ৯ মে কুচকাওয়াজের আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। তবে এতে বিদেশী কোনো সেনার অংশগ্রহণের বিষয়ে সতর্ক করেছে ইউক্রেন। বলা হয়েছে, এটি অগ্রহণযোগ্য। এর মাধ্যমে মস্কোকে তার যুদ্ধাপরাধ আড়াল করতে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দেশ রাশিয়ার ৯মে’র ঐতিহ্যবাহী কুচকাওয়াজে সেনা পাঠিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকার ২৫ বছর পূর্তির মধ্যে ৯মে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিন হয়ে উঠছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে এমন নৃশংসতা চালিয়ে যাচ্ছে যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে ইউরোপে দেখা যায়নি। আরও বলা হয়, ইউক্রেনে হামলা চালানো ওই সেনারাই ৯মে মস্কোর রেড স্কয়ারে পদযাত্রা করবে। এরা ইউরোপের মুক্তিদাতা নয়। এরা দখলদার ও যুদ্ধাপরাধী। 

কিয়েভ জানায়, রাশিয়ার সৈন্যদের সঙ্গে পদযাত্রা করার অর্থ হলো- কিয়েভে তিন বছর ধরে চালানো রুশ আগ্রাসনের জন্য সমান দায়ভার গ্রহণ করা। আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইউক্রেন অন্যতম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির হয়ে ৬০ লাখ ইউক্রেনীয় যুদ্ধ করেন। এতে ইউক্রেনের ৫০ লাখ বেসামরিক নাগরিক নিহত হন। আর সেনা নিহত হন ৩০ লাখ। রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউরোপে নাৎসিবাদের পতনকে রুশ জাতির অর্জিত একটি কৃতিত্ব হিসেবে দেখছেন। মধ্য এশিয়ার সৈন্যরা প্রায়ই রাশিয়ার কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। এদিকে ৯মে’র কুচকাওয়াজে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণের বিষয়টি উড়িয়ে দেয়নি ক্রেমলিন। উল্লেখ্য, রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সৈন্য হঠাতে মস্কোকে সাহায্য করেছে পিয়ংইয়ং। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status