বিশ্বজমিন
মস্কোতে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৫:২৪ অপরাহ্ন

টানা দ্বিতীয় রাতে মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শহরটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াসিয়া টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘণ্টা বন্ধ রেখেছে তারা। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বিভিন্ন দিক থেকে আসা দুই ডজন ড্রোন শহরে প্রবেশের আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ সেনারা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, শহরে প্রবেশের আগেই অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো বিভিন্ন দিক থেকে চালিত হচ্ছিল। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের প্রধান সড়কে আছড়ে পড়লেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও নীরবতা ভাঙ্গেনি কিয়েভ। তবে খারকিভের মেয়র জানিয়েছেন, একই রাতে রাশিয়াও তার শহরে ড্রোন হামলা চালিয়েছে।
খারকিভের পাশাপাশি কিয়েভের আশপাশের অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর ড্রোন হামলায় একজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপের। রাশিয়া বলছে, এ নিয়ে দুইবার মস্কোতে ড্রোন হামলা চালালো কিয়েভ। সোমবার রাতে সর্বমোট ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার সামরিক ব্লগারদের অসমর্থিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মস্কোর দক্ষিণাঞ্চলের একটি অ্যাপার্টমেন্টের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর পাশাপাশি পেনজা, ভোরোনেজ সহ রাশিয়ার অন্যান্য শহরের গভর্নররাও জানিয়েছেন, সোমবার দিবাগত রাতভর তাদের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে পূর্ণ মাত্রার হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে কিয়েভ মস্কোর ওপর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয় এ বছরের মার্চে। যেখানে তিনজন নিহত হয়েছিলেন।