বিশ্বজমিন
সম্ভাব্য আশ্রয় প্রার্থী দেশগুলোর স্টুডেন্ট ভিসার আবেদন সীমিত করতে পারে বৃটেন
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৪৬ অপরাহ্ন

আশ্রয় প্রার্থনার সম্ভাবনা বেশি এমন দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন সীমিত করতে পারে বৃটেন সরকার। বার্ষিক নিট অভিবাসনের সংখ্যা কমানোর উদ্দেশে এমন পদক্ষেপ নেয়ার কথা ভাবছে তারা। গত সপ্তাহের সাধারণ নির্বাচনে অবৈধ অভিবাসন সমস্যা নিয়ে ভোটারদের ক্ষোভের শিকার হয় বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের লেবার পার্টি। এর পরই এই পদক্ষেপ গ্রহণের বিষয়টি সামনে আনলো দেশটি। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এ বিষয়ে আগামী সপ্তাহে সরকার একটি নীতিমালা প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। যা ‘শ্বেতপত্র’ নামে পরিচিত। সেখানে সরকার কিভাবে নিট অভিবাসন কমাবে সে বিষয়টি উল্লেখ করা হবে। ২০২৪ সালের জুনে বৃটেনে নিট মাইগ্রেশন ৭ লাখ ২৮ হাজারে পৌঁছায়।
একটি বিবৃতিতে হোম অফিস জানিয়েছে, আসন্ন শ্বেতপত্রে আমাদের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তুলে ধরা হবে। সরকারি তথ্য অনুযায়ী, বৃটেনে ১ লাখ ৮ হাজার আশ্রয়প্রার্থীর মধ্যে ১৬ হাজারই স্টুডেন্ট ভিসাধারী। বৃটিশ সরকার অবশ্য তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু খোলাসা করেনি। তবে সরকারের তরফে বলা হয়েছে, পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলংকার মানুষের মধ্যে কর্মসংস্থান, স্টুডেন্ট ভিসা বা ভ্রমণের উদ্দেশে বৃটেনের আসার পর আশ্রয় প্রার্থনা করার প্রবণতা বেশি। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির খারাপ ফলাফলের পর দলটির কিছু সংসদ সদস্য নিট অভিবাসন কমানোর বিষয়ে আরও কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।