বিশ্বজমিন
দীর্ঘায়ুর রহস্য জানালেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

সিস্টার ইনাহ কানাবারোর মৃত্যুর পর বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি এথেল ক্যাটারহাম। যার বর্তমান বয়স ১১৫ বছর। সিস্টার ইনাহ কানাবারো ছিলেন ব্রাজিলের একজন সন্ন্যাসী ও শিক্ষিকা। বুধবার ১১৬ বছর বয়সে মারা যান তিনি। তার পর এখন সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে বেঁচে আছেন এথেল। জানালেন দীর্ঘায়ুর রহস্য। তিনি বলেন, আমি কখনো কারও সঙ্গে তর্কে জড়াইনি। প্রথমে তাদেরটা শুনি, পরে আমার যা পছন্দ তাই করি। লন্ডনের সারেতে অবস্থিত একটি নার্সিং হোম থেকে দীর্ঘায়ুর রহস্য নিয়ে কথা বলেন ওই নারী। ১৯০৯ সালের ২১শে আগস্ট ইংল্যান্ডের দক্ষিণে শিপটন বেলিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন এথেল। তরুণ বয়সে ভ্রমণ ছিল তার শখ। ১৯২৭ সালে ১৮ বছর বয়সে এথেল ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন। ভারতে একটি বৃটিশ পরিবারের জন্য আয়া হিসেবে কাজ করেন। সেখানে তিনি তিন বছর ছিলেন। এরপর ইংল্যান্ডে চলে যান। ১৯৩১ সালে একটি নৈশভোজে নরম্যান নামের এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হয় তারা। যিনি বৃটিশ আর্মির একজন মেজর ছিলেন। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কোল জুড়ে আসে দুটি মেয়ে সন্তান। যাদেরকে তারা বৃটেনেই মানুষ করেন। ১৯৭৬ সালে এথেলের স্বামীর মৃত্যু হয়।
বর্তমানে ক্যাম্বার্লির হলমার্ক লেকভিউ লাক্সারি কেয়ার হোমে জীবনের শেষ মুহূর্তগুলো পার করছেন তিনি। বৃহস্পতিবার ওই কেয়ার হোমের পক্ষ থেকে ফেসবুকে এথেলের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে তাকে কেক কাটতে দেখা যায়। তার মাথায় ১১৫ লেখা একটি মুকুট ছিলো। ছবির সঙ্গে সংযুক্ত ক্যাপশনে বলা হয়, পৃথিবীর সবচেয়ে প্রবীণ ব্যক্তি হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনার শক্তি, চেতনা, প্রজ্ঞা আমাদের জন্য অনুপ্রেরণা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির খেতাব ফরাসি নারী জিন ক্যালমেন্টের দখলে। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন।
পাঠকের মতামত
১১৫ বছরের সবচেয়ে বেশি বয়সের এথেল। এত বয়সে বেচে থাকার রহস্য জানালেন। কার সাথে বাদানুবাদ পছন্দ করেন না। আগে শুনেন তারপর সিধান্ত নেন। ১৯০৯ সালের ২১ আগস্টএ ইংল্যান্ডে তার জন্ম।