বিশ্বজমিন
ছাত্রীদের গোসলের গোপন ভিডিও ধারণ, অতঃপর...
মানবজমিন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ভারতের জব্বলপুরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের এক ছাত্রী ছাত্রাবাসের বাথরুমে গোসল করছিলেন। কিন্তু তারই এক সহপাঠী তার গোসলের গোপন ভিডিও ধারণ করে। পরে তা দিল্লিতে অবস্থানরত নিজের প্রেমিকের সঙ্গে শেয়ার করে। এ অভিযোগে গ্রেফতার করা হয়েছে সহপাঠী ওই ছাত্রীকে। পুলিশ জানিয়েছে, আটক ছাত্রী দুই বছর ধরে এ ধরনের ভিডিও গোপনে ধারণ করছিলেন। রোববার যখন এক ছাত্রী গোসল করছিলেন তখন তিনি হঠাৎ দেখতে পান- আরেক ছাত্রী পাশের বাথরুমের পাইপের ওপর দাঁড়িয়ে তার ভিডিও ধারণ করছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বিষয়টি কলেজ ও ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানান।
সোমবার সকালে বহু ছাত্রী ডুমনা পুলিশ ফাঁড়িতে জড়ো হয়ে অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যান। কিন্তু তাদেরকে পাঠিয়ে দেয়া হয় কামারিয়া থানায়। কামারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোজিনী টোপ্পো জানান, অভিযুক্ত ছাত্রী মহারাষ্ট্রের গন্ডিয়া জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিল্লির এক কলেজছাত্রের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা মিলে ‘নতুন ও উত্তেজক কিছু’ করার পরিকল্পনা করে। এর ফলশ্রুতিতেই এই ধরনের গোপন ভিডিও ধারণ শুরু হয়।
রঞ্জি এলাকার সিটি এসপি সতীশ কুমার সাহু বলেছেন, অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ তদন্ত করছে- এই ছাত্রী কতজন সহপাঠীর ভিডিও গোপনে ধারণ করেছে এবং কোথায় কোথায় তা পাঠিয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, ভুক্তভোগীরা এসব ভিডিও ধারণের বিষয়টি জানতেনই না।
পাঠকের মতামত
ভারত ছাড়া এটা কোথায় আর হবে