বিশ্বজমিন
ভুল স্বীকার করলেন ট্রাম্প, তবে...
মানবজমিন ডেস্ক
(৬ দিন আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন- ভুলবশত এল সালভাদরে ফেরত পাঠানো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার সক্ষমতা তার আছে। তবে তিনি তা করবেন না। কিলমার আব্রেগো গার্সিয়া নামের ওই ব্যক্তিকে মার্চে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে পাঠানো হয়। তাকে ভুলবশত এল সালভাদরে প্রত্যাবর্তন করা হয়েছে বলে রায় দেন সুপ্রিম কোর্টের বিচারকরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে ট্রাম্প বলেন, আব্রেগোকে তার জন্মভূমি মেরিল্যান্ডে ফিরিয়ে আনার ক্ষমতা তার নেই। তবে মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি চাইলে পরিস্থিতি পরিবর্তন করতে পারতেন। তবে ট্রাম্প যুক্তি দেখান, ওই ব্যক্তিকে যথাযথভাবে প্রত্যাবর্তন করা হয়েছে। সরকারি এক আইনজীবী বলেন, আব্রেগোকে ভুলবশত প্রত্যাবর্তন করা হয়েছে। ট্রাম্প বলেন, ওই আইনজীবীর এমন মন্তব্য করা উচিত হয়নি। মার্চে বিদেশি অপরাধীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ভেনিজুয়েলা ও এল সালভাদরের ২৫০ জনের বেশি নাগরিককে সালভাদরের একটি মেগা কারাগারে প্রত্যাবর্তন করে হোয়াইট হাউস। তাদের মধ্যে একজন ছিলেন আব্রেগো। সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেন, তিনি আব্রেগোকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবেন না। ট্রাম্পকে এবিসির সাক্ষাতকারগ্রহীতা টেরি মোরান বলেন, আপনি চাইলে একটি ফোনকলের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দিতে পারতেন। প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, আমি পারতাম, যদি তিনি ভদ্রলোক হতেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছে তারা নিরপরাধ না। তারা কুখ্যাত এমএস-১৩ গ্যাংয়ের সদস্য। যদিও তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ অস্বীকার করেছেন আব্রেগো।