বিশ্বজমিন
দীর্ঘ আলোচনার পর ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করলো বৃটেন
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৯:১৯ অপরাহ্ন

নতুন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে ভারত ও বৃটেন। এর মাধ্যমে ভারতের জন্য বৃটেন থেকে হুইস্কি, গাড়ি ও অন্য পণ্য আমদানি সহজ হবে। এই চুক্তির আওতায় ভারতের পোশাক ও জুতা রফতানিতে শুল্ক কমাবে লন্ডন। তিন বছর আলোচনার পর নতুন এই চুক্তিতে সম্মত হয়েছে দেশ দুটি। তবে বৃটেনের তরফে বলা হয়েছে, এতে অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না। একে ‘যুগান্তকারী চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেন, এতে করে প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে এবং তা বৃটিশ জনগণ ও ব্যবসার জন্য লাভজনক হবে। ২০২৪ সালে ভারত ও বৃটেনের মধ্যে মোট ৪১ বিলিয়ন পাউন্ডের বাণিজ্য হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই চুক্তিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। এছাড়া একে পারস্পারিকভাবে উপকারী হিসেবেও অভিহিত করেছেন তিনি। এক্সের এক পোস্টে তিনি বলেন, ওই চুক্তি আমাদের উভয়ের অর্থনীতিতে বাণিজ্য, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। বৃটিশ সরকারের বাণিজ্য বিভাগ বলেছে, ভারত থেকে বৃটেনে আসা পণ্যের ওপর শুল্ক হ্রাস করা হলে বৃটেনের ভোক্তাদের উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। জিন (এক প্রকার মদ) ও হুইস্কির ওপর শুল্ক নিয়ে এর আগেও আলোচনা করেছে দুই দেশ। এবারের চুক্তিতে ওই পণ্যের ওপর শুল্ক অর্ধেক করে তা ৭৫ শতাংশে আনা হবে। বৃটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথান রেনল্ডস বলেন, বৃটেনের ব্যবসায়ী ও ভোক্তারা এর মাধ্যমে ব্যাপক সুবিধা পাবেন।