বিশ্বজমিন
যুদ্ধবিরতি আলোচনার আর কোনো অর্থ নেই : হামাস
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

গাজায় নতুন যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বলে জানিয়েছেন হামাসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর এ কথা জানালেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বাসেম নাইম নামের ওই কর্মকর্তা বলেন, ইসরাইলের ‘অনাহার যুদ্ধ’ চলাকালীন তাদের সঙ্গে কোনো চুক্তি করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সোমবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় ব্যাপক পরিসরে অভিযানের লক্ষ্য হলো হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা ও তাদের পরাজয় নিশ্চিত করা। ইসরাইলি কর্মকর্তারা বলেন, ওই পরিকল্পনার মধ্যে গাজা দখল, উপত্যকার বেশিরভাগ মানুষকে বাস্তুচ্যুত করা ও গাজার উদ্দেশে যাওয়া সহায়তা সামগ্রীর ওপর নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টি অর্ন্তভুক্ত।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস সতর্ক করে বলেন, গাজায় ইসরাইলের স্থল অভিযান সম্প্রসারণের ফলে আরও অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হবেন। এছাড়া সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, গাজায় খাদ্য সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প বলেন, গাজার মানুষ ক্ষুধার্ত এবং আমরা তাদেরকে খাবার দিয়ে সহায়তা করবো। তবে হামাস সবকিছু জটিল করে তুলছে। উল্লেখ্য, ২রা মার্চ গাজার উদ্দেশে যাওয়া সকল সাহায্য বন্ধ করে দেয় ইসরাইল। এর দুই সপ্তাহ পর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা উপত্যকাটিতে পুনরায় হামলা চালায়। বলা হয়, জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে চাপ দিতেই ওই হামলা চালানো হয়েছে।