বাংলারজমিন
পটুয়াখালীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ সহোদরের বিরুদ্ধে
পটুয়াখালী প্রতিনিধি
৬ মে ২০২৫, মঙ্গলবারপটুয়াখালী জেলা জজ আদালতে দেওয়ানি মামলা চলমান অবস্থায় আদালতের আদেশ অমান্য করে বাড়িঘর সহ এক একরের অধিক জমি দখলের অভিযোগ উঠেছে ঢাকাস্থ বংশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের এর এক্সাইজ ও ভ্যাট বিভাগের ৪র্থ শ্রেণির কর্মচারী মো. মনির হোসেন ওরফে কালাম গাজী ও তার সহোদর একই অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী মিরাজ গাজীর বিরুদ্ধে। পটুয়াখালী জেলা প্রশাসক ও দুদক সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক এবং ঢাকাস্থ বংশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের এর এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাসিন্দা মো. জলিল গাজী। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আমার কলাগাছিয়া মৌজার জেএল নং-২৯, খতিয়ান নং-১৮১, ১৮৩, ১৮২, দাগ নং- ১২৬৪, ১২৬৫, ১২৬৬, ১৩৮৪, ১৩৭৭, ১৩৭৪ সহ অন্যান্য দাগের এক একর জমি অবৈধভাবে দখল করেছে। এ অবৈধ দখলে বাধা নিষেধ করলে তারা হুমকি-ধমকি দিচ্ছেন। এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে তারা আপস-মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু উক্ত মনির গাজী ও মিরাজ গাজীদ্বয় আদালতের আদেশ ও সালিশ বিচার অমান্য করে উল্লিখিত বাড়িসহ এক একর বেশি নাল জমি অবৈধ দখল করেছেন। উল্লিখিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলা প্রশাসক ও দুদক পটুয়াখালী জেলার সহকারী পরিচালক এবং বংশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তার কাছে জোর দাবি করেছেন অভিযোগকারী ভুক্তভোগী জলিল গাজীসহ অন্যান্য শরিকরা। এ অভিযোগের ব্যাপারে মনির হোসেন ওরফে কালাম গাজী বলেন, আমি ৩/৪ দিন অফিসে যাই নাই। অফিসের কর্মকর্তার নাম এবং কর্মকর্তার ফোন নম্বর চাইলে আমি জানি না বলেন- কালাম গাজী। তিনি অভিযোগের ব্যাপারে জানেন না, জেনে আপনার সঙ্গে পরে বিস্তারিত কথা বলবো বলেন।