ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জৈন্তাপুরে বসতি রক্ষার দাবিতে স্মারকলিপি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
৬ মে ২০২৫, মঙ্গলবার

সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এস্টেট ইজারা বাতিল ও ভূমিহীনদের বসতবাড়ি রক্ষার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (এসিল্যান্ড) সহ সর্বমহলে আবেদন করা হয়েছে। আবেদন সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ মানুষ হতদরিদ্র এবং ভূমিহীন পরিবারের অন্তর্ভুক্ত। ভিত্রিখেল পূর্ব-পশ্চিম-উত্তর, নয়াখেল উত্তর-দক্ষিণ ৫টি মৌজার ১২ হাজারের বেশি লোকজন বসবাস করে আসছে। উল্লেখিত পাঁচটি মৌজার ৯৩১টি পরিবার বসবাসের স্বীকতিপ্রাপ্ত হলেও অবশিষ্ট পরিবারগুলো স্বীকৃতিপ্রাপ্ত হয়নি। এদিকে, দি মেঘালয় টি এস্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করত: সরজমিন তদন্তপূর্বক স্বীকৃতিবিহীন পরিবারগুলোর মধ্যে স্থায়ী বন্দোবস্ত প্রদানের জন্য তারা সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) বরাবরে লিখিত দাবি জানিয়েছেন। যদি সকল পরিবারকে উচ্ছেদ করা হয় তাহলে নিজ দেশেই রোহিঙ্গা হিসাবে বস্তুভিটাহীন হয়ে পড়বে। যার ফলে জাতীয় পরিচয়পত্র, ছেলেমেয়েদের পড়ালেখা ভর্তি বিড়ম্বনায় শিকার হয়ে পড়বে এই ইউনিয়নের কয়েক হাজার পরিবার। তারা অভিলম্বে দি মেঘালয় টি এস্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ি রক্ষায় তাদের অনুকূলে ভূমি বন্দোবস্তের দাবি জানান। এদিকে, সিলেট বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে ৫ মৌজাবাসীর পক্ষে লিখিত আবেদন করেন আলতাফ হোসেন বেলাল, নাজমুল ইসলাম, কামাল উদ্দিন, আনোয়ারুল হক, আনোয়ার। দি মেঘালয় টি এস্টেট ইজারা বাতিল এবং ভূমিহীনদের বসতবাড়ি রক্ষার মানববন্ধন পালন সহ সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করবে। তারা আরও জানান, কোনোভাবে জায়গার দখল ছাড়বে না, দখল নিতে হলে তাদের লাশের ওপর দিয়ে দখল করতে হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status