ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বাংলারজমিন ডেস্ক

(২ দিন আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৪ অপরাহ্ন

mzamin

গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সে তার বন্ধুকে ‘ছাত্রলীগ করে’ এমন পরিচয় দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার বিকালে বিরিশিরির একটি হোটেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী রাজধানীর একটি কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার নেত্রকোণা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়। এ অবস্থায় সোমবার দুর্গাপুরে ঘুরতে যান তারা দুজন। ভুক্তভোগীর হবু স্বামীর সঙ্গে ছাত্রদল নেতা ফয়সালের বন্ধুত্ব ছিল আগে থেকেই। তার কথামতোই বিরিশিরিতে একটি হোটেলে উঠেন তারা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভুক্তভোগীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ফয়সাল পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। 
তিনি জানান, আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছে। ঠিক এ সময় ফয়সাল ভুক্তভোগীর কক্ষে ঢুকে তাকে ‘ধর্ষণ’ করে। তখনই পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলে যায়। এ সময় ভুক্তভোগীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করে পুলিশ। ওসি বলেন, পুরো ঘটনাটি দ্রুত সংঘটিত হয়েছে। বড়জোর আধাঘণ্টা সময়ের মধ্যে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে তাকে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। 

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।

পাঠকের মতামত

বিয়ের আগেই হবু বরকে নিয়ে হোটেলে উঠা। বিষয়টিও তো কোন স্বাভাবিক ব্যাপার নয়। আরো অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া উচিত।

Shamsur Rahman
৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৩০ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status