বাংলারজমিন
অসহায় মানুষের পাশে ‘স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইল’
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারদুস্থ, অসহায় মানুষের পাশে বিনামূল্যে রক্ত দিয়ে সহযোগিতা করে আসছে 'স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইল’। প্রায় তিন বছর ধরে টাঙ্গাইলের সখীপুর, বাসাইল, মির্জাপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার আড়াই হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে রক্ত দিয়েছেন বলে জানায় সংগঠনের কর্তৃপক্ষ। এ কার্যক্রমকে গতিশীল করতে সখীপুরে ছয়টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে রক্তের ডোনার সংগ্রহ ও রক্তদানের সহায়ক হিসেবে কাজ করছে। বর্তমানে স্বেচ্ছাসেবী ওই সংগঠনের দুই হাজরেরও বেশি রক্তের ডোনার রয়েছে বলে জানায় সংগঠনের সভাপতি ও সম্পাদক। এ সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন মো. জুয়েল মিয়া, রাসেল রানা, মাজমুল হাসান, আল-আমিন আল আজাদ, জাহিদ হাসান, রবিউল ইসলাম রনিসহ পনেরো জন চৌকস সদস্য। এছাড়াও ২৩ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা করা হয়েছে। সংগঠনের সভাপতি মিজানুর রহমান রিপন বলেন, রক্তের ডোনার খোঁজতে ইতিমধ্যে গোপালপুর, বাসাইল ও সখীপুরের দশটি জায়গায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করা হয়েছে।
সাধারণ সম্পাদক মো. শাহীন বলেন, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সংগঠনের সদস্য এবং তারাই রক্ত দিয়ে আসছে। মোবাইলে সংবাদের মাধ্যমে টাঙ্গাইল জেনারেলের হাসপাতাল, ময়মনসিংহ হাসপাতাল, এবং উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে বিনামূল্য রক্তে দিয়ে থাকি। সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের লিয়াকত আলী বলেন, কোথাও রক্ত না পেয়ে আমার স্ত্রী যখন মৃত্যুশয্যায় তখন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইলের এক সদস্য আমাকে রক্ত দিয়ে সহযোগিতা করে। আমি তাদের জন্য সবসময় দোয়া করি।