বাংলারজমিন
নিখোঁজের পাঁচদিন পর সেপটিক ট্যাংকে মিললো নারীর বস্তাবন্দি মরদেহ
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২ জুলাই ২০২৫, বুধবারকুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচদিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসী বেগম নয়ন (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌসী বেগম উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের সৌদি প্রবাসী শামসুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌসী বেগম গত শুক্রবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। পরে তারা বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার পাশের বাড়ির টয়লেটের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ফেরদৌসীর দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের ছেলে ইকরামুল জানান, তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, খবর পেয়ে ফেরদৌসী বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।