বাংলারজমিন
হাসপাতাল থেকে শিশু চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২ জুলাই ২০২৫, বুধবারগাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক শিশুকে চুরির ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা। এর আগে গত সোমবার (৩০শে জুন) বিকালে হাসপাতালের ৯ম তলায় এই চুরির ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসার উদ্দেশ্যে সকালে হাসপাতালে আসেন আসমা নামে এক নারী। সঙ্গে ছিল তার ৩ বছর বয়সী ছেলে আবিত। আসমা চিকিৎসার কাজে কিছুক্ষণ ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি তার খালা ও নানির কাছে ছিল। কিন্তু হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিক-সেদিক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় বিষয়টি আনসার সদস্যদের জানান শিশুটির মা। খবর পেয়ে পুরো হাসপাতালে নজরদারি বাড়ায় আনসার সদস্যরা। পরে প্রায় ৬ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকালে হাসপাতালের সামনে একটি রিকশা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। এ সময় শিশুটির সঙ্গে এক অপরিচিত ব্যক্তি ছিল। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের আনসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ডিউটিরত অবস্থায় আসমা নামে এক নারী অভিযোগ করেন যে, তাদের একটি ছেলে হারিয়ে গেছে। তখন পুরো হাসপাতালে আনসার সদস্যদের নিয়ে অভিযান শুরু করি। অভিযানের এক পর্যায়ে দুপুর ৩টার দিকে হাসপাতালের সামনে একটি রিকশা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। সঙ্গে থাকা লোকটিকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।
প্রাথমিকভাবে পালিয়ে যাওয়া লোকটিকে অপহরণকারী দলের সদস্য বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়টি তিনি শুনেছেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।