বাংলারজমিন
রামগতি পৌরসভার ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারলক্ষ্মীপুরের রামগতি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ১৭ কোটি ২৩ লাখ ৫৪,১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। সোমবার পৌরসভার স্পন্দন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বাজেট ঘোষণা করেন। তবে বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। রামগতি পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, পৌর কাউন্সিলরদের দায়িত্বে নিয়োজিত অফিসারদের মধ্যে উপিস্থত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বজলুল রহমান, যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার হোসনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন। এছাড়া বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাবেক পৌরকাউন্সিলর অপরূপ দাস ও খন্দকার দিদারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শাহজাহান।