ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ওসমানী বিমানবন্দরের জমি অধিগ্রহণ কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ মে ২০২৫, মঙ্গলবার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জমি অধিগ্রহণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয়ে সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেট জেলার সদর উপজেলার বড়শালা ছালিয়া কেওয়াছড়া টি গার্ডেন এবং আঙ্গারুয়া মৌজার স্থানীয় আলী আহমদ, আব্দুল মজিদ, মনসুর আহমদ, মো. আবুল খায়ের, মো. আনোয়ার হোসেন, মো. রাজা মিয়া, মো. মন্তাজ আলী, হাজী সুনু মিয়া, আলাই মিয়া, সিদ্দেক আলীসহ প্রায় সাত শতাধিক স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- আমাদের সিলেট সদর উপজেলার লালবাগবাসীর পূর্বপুরুষদের বসতভিটা, কৃষিজমিসহ বাড়িঘর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনে একাধিক এল এ মামলায় অধিগ্রহণ করা হয়। সম্প্রতি বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে এলাকাবাসীর ১৫৮ দশমিক ৫২২৫ একর ভূমি স্থায়ীভাবে অধিগ্রহণের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা সদর দপ্তর কুর্মিটোলা এবং সিলেট জেলা প্রশাসক বরাবর অধিগ্রহণ প্রস্তাব দাখিল করেন। প্রস্তাবের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় জনসাধারণের অনুকূলে অর্ধ-সহস্র্রাধিক ব্যক্তির অধিগ্রহণের নোটিশ করা হয়। দীর্ঘ ৪ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও অধিগ্রহণের কাজ চূড়ান্তকরণ না হওয়ায় আমরা নিরীহ এলাকাবাসী জমি-জমা বিক্রি করাসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি। অসহায় গরিব মানুষজন বিবাহযোগ্য মেয়ের বিবাহে, সন্তানদের পড়ালেখার খরচ, জটিল রোগের ব্যয়ভার নির্বাহে একান্ত প্রয়োজনে নিজস্ব জায়গা জমি বিক্রি করতে পারছেন না।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status