বাংলারজমিন
সিলেটে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ মে ২০২৫, মঙ্গলবারবিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানসহ নানা দাবিতে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখে এই কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মবিরতি চলাকালে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রতি কান্ত দাস, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপদেষ্টা মো. ছয়েফ আহমদ, সহ-সভাপতি দীপংকর পাল, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, সহ-সভাপতি কজ্জ্বল কান্তি চক্রবর্ত্তী, শম্পা বর্ধন, আতাউর রহমান, আইন সম্পাদক আবুল হোসেইন, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মো. আলমগীর হোসেন চৌধুরী, মিয়া মো. রুস্তম, নুরুজ্জামান রিপন, সদস্য মো. জাকির হোসেন, রুশনা বেগম, মহিলা সম্পাদক শাহীনা জাহান খান, যুগ্ম সম্পাদক লেলিন পোদ্দার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ প্রচার সম্পাদক বিরাজ কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক নারজেল হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, এই দাবিসমূহ নতুন কিছু নয়। আমরা বছরের পর বছর থেকে সরকারের কাছে আমাদের এসব ন্যায্য দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহল এটি আমলে নিচ্ছেন না। তাই আমরা এখন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবিসমূহ মেনে নেয়ার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি।