বাংলারজমিন
বাউবিতে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ) /কমনওয়েলথ অব লার্নিং (সিওএল), কানাডা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে মিশ্র টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ এর উপর স্টেকহোল্ডারদের পরামর্শ’- শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি, শিল্প ও দক্ষতা প্রশিক্ষণের ক্ষেত্রে যে দ্রুত পরিবর্তন ঘটছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্বাস করে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অংশীজন পরামর্শভিত্তিক কর্মশালা মানসম্পন্ন, দক্ষতাভিত্তিক ও শ্রমবাজার উপযোগী শিক্ষানীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, এই কর্মশালার মাধ্যমে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত ও অভিজ্ঞতা গ্রহণ করার সুযোগ পাবো, যাতে আমরা আমাদের টিভেট খাতের উন্নয়ন সম্পর্কে আরও কার্যকর কৌশল গ্রহণ করতে পারি। এই কর্মশালা শুধুমাত্র একটি আলোচনা সভা নয়, বরং একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং বাউবি’র গভর্নিং বোর্ডের সদস্য সিদ্দিক জোবায়ের। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশেষত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রযুক্তিগত এবং পেশাগত শিক্ষা খাতের উন্নয়নে সর্বদাই অঙ্গীকারবদ্ধ। বর্তমান সময়ে, প্রযুক্তির দ্রুত উন্নতি এবং শ্রম বাজারের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাউবি’র প্রতিষ্ঠাতা ভিসি ড. এম. শমশের আলী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এই দক্ষ জনশক্তি তৈরির প্রধান হাতিয়ার।
কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া, ভারত এর পরিচালক ড. বশীরহামাদ শাদরাচ মূল বক্তা হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাউবি’র প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। এই কর্মশালায় বাউবি’র বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, পরিচালকসহ ৩৭ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।