বাংলারজমিন
হাইওয়ে পুলিশের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির মতবিনিময়
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ মে ২০২৫, মঙ্গলবারপবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কর্মকর্তাদের মতবিনিময় হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিমের সভাপতিত্বে ও তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ইনচার্জ ইন্টেলিজেন্ট উইং সুমন কুমার চৌধুরী। আরও বক্তব্য রাখেন- জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি নারায়ণ পুরকায়স্থ ফনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া প্রমুখ।