বাংলারজমিন
সিলেটে তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ মে ২০২৫, মঙ্গলবারপ্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সারা দেশের ন্যায় সিলেটের প্রত্যেকটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মবিরতি পালন করা হয়। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মবিরতির ডাক দিয়েছে সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেয়া হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক ৫ই মে থেকে ১৫ই মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ই মে থেকে ২৫শে মে পর্যন্ত ২ ঘণ্টা, ২৬শে মে থেকে পূর্ণ দিবস। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি চলবে। এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত বলেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চ শিক্ষা নিয়ে যুক্ত হয়েছেন। কিন্তু সরকার শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দিচ্ছে না। আমাদের দাবি ১০ গ্রেড ছিল। দেশের সার্বিক দিক বিবেচনা করে আমরা ১১তম গ্রেড দাবি করছি। ২০০৯ সালে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া হয়েছিল। ১৬ বছরের মধ্যে আর কোনো পদোন্নতি দেয়া হয়নি। সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, ন্যায্য দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজ একঘণ্টা কর্মবিরতি সিলেট জেলা তথা আমাদের গোলাপগঞ্জে যথাযথভাবে পালন করা হয়েছে। সহকারী শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উত্থাপিত দাবি শুধু শিক্ষকদের অধিকার নয়, এটি দেশের শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করার প্রশ্ন।