খেলা
‘প্রথম’ ম্যাচেই চ্যাম্পিয়নদের হারিয়ে দিলো চেলসি
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:৪৪ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হওয়ার পর রোববারই প্রথমবার মাঠে নামে লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে ব্লুজরা। এই জয়ে অলরেড বাধা পার করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলার পথে আরেকটু এগিয়ে থাকলো চেলসি।
ঘরের মাঠে আক্রমণে এগিয়ে থাকলেও বল দখলে লিভারপুলের চেয়ে পিছিয়েই ছিল স্বাগতিকরা। ১৭টির মধ্যে ৭টি শট লক্ষ্যে রাখা চেলসি পুরো ম্যাচ জুড়ে বল দখলে রাখতে পারে স্রেফ ৩৫ শতাংশ। অন্যদিকে ৬৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সফরকারী দল ১১টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি। ম্যাচের তৃতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে নেন এঞ্জো ফার্নান্দেজ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি সপ্তম গোল এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার, করেছেন ১৩টি অ্যাসিস্টও। বিরতির আগ পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যর্থ হন কোডি গ্যাকপোরা। মাঠে ফিরে ৫৬তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় চেলসির। গোলপোস্টের একদম সামনেই জটলার মধ্যে বল বিপদমুক্ত করতে জোরালো শট চালান অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইল। তা সতীর্থ জারেল কুয়ানসার গায়ে লেগে নিজেদের জালেই ঢুকে যায়। শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে এক গোল শোধ করেন ভ্যান ডাইক। ম্যাক অ্যালিস্টারের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই ডাচ ডিফেন্ডার। ম্যাচের একেবারেই অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় চেলসি। যোগ করা ষষ্ঠ মিনিটে স্পটথেকে বল জালে জড়ান কোল পালমার। গত জানুয়ারির পর প্রিমিয়ার লীগে এটিই তার প্রথম গোল। টানা ১২ ম্যাচ পর জাল খুঁজে নিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। ৩-১ গোলে নিশ্চিত হয় চেলসির জয়।