ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ক্লাসিকোতে জয় পাওয়া অপরিহার্য, বললেন আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:৪৩ পূর্বাহ্ন

mzamin

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, স্প্যানিশ লা লিগায় কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। কাতালানদের পর জয় তুলে নিয়েছে অল হোয়াইটরাও। তবে রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমে ৩ গোলে এগিয়ে গেলেও নড়েচড়ে বসতে হয় স্বাগতিকদের। ৭ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় সেল্টা ভিগো। শেষমেষ ৩-২ গোলেই পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় রিয়াল। লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পরবর্তী ম্যাচটা ‘এল ক্লাসিকো’, রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা। লীগ শিরোপা জিততে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পাওয়া অপরিহার্য বলে মনে করছেন রিয়ালা বস কার্লো আনচেলোত্তি।

৩৪ ম্যাচ খেলে ২৩ জয়, ৬ ড্র ও ৫ হারে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমপরিমাণ ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। দু’দলেরই বাকি চারটি করে ম্যাচ। আগামী ১১ই এপ্রিলের এল ক্লাসিকোতে যদি রিয়াল জিতে যায়, তবে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে বার্সার চেয়ে এক কম। এমতাবস্থায় বাকি ৩ ম্যাচে রিয়ালকে পয়েন্ট হারালে তো চলবেই না, অন্যদিকে বার্সারও কমপক্ষে দুই পয়েন্ট হারাতে হবে। কেননা দু’দলের সমান পয়েন্ট দাঁড়ালে গোল ব্যবধান বিবেচনায় আনা হবে। সেদিকে এখন পর্যন্ত ২২ গোলে এগিয়ে কাতালানরা। তবে এতসব হিসেবের কোনো মানে থাকবে না, যদি না সে ম্যাচের স্বাগতিকরা ম্যাচটা জিতে যায়। সেক্ষেত্রে নিজেদের পথ অনেকটাই কঠিন করে তুলবে লস ব্লাঙ্কোসরা। রোববার আর্দা গুলের ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। মাঠে ফিরে মিনিট তিনেকের মধ্যেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড। চলতি আসরে এমবাপ্পের (২৪) চেয়ে বেশি গোল করেছেন শুধুমাত্র বার্সার রবার্ট লেভানদোভস্কি (২৫)। 

এই গোলে স্প্যানিশ জায়ান্টদের হয়ে অভিষেক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডে আরও এগিয়ে গেলেন এমবাপ্পে (৩৬), তার সামনে শুধু ১৯৯২-৯৩ মৌসুমে ৩৭ গোল করা ইবান সামোরানো। ম্যাচের ৬৯ ও ৭৬তম মিনিটে দুই গোল শোধ করলেও শেষ পর্যন্ত জিতে যায় রিয়াল। ম্যাচের পর রিয়াল বস আনচেলোত্তি ক্লাসিকোকে সামনে রেখে বলেন, ‘(ক্লাসিকোতে) জয় পাওয়াটা অপরিহার্য। আমি বলছি না যে এটি নির্ধারক। তবে প্রায় (নির্ধারক)... লীগ এখনও বার্সেলোনার হাতে আছে, কেননা তাদের বিপক্ষে জিতলেও আমরা এক পয়েন্টে পিছিয়ে থাকবো।’ এই ইতালিয়ান কোচ যোগ করেন, ‘এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ। আমাদের হাতে এক সপ্তাহ সময় আছে, ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে যে সময় প্রয়োজন, তা আমাদের আছে।’ এই ম্যাচে জোড়া গোল করা এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষেও গুরুত্বপূর্ণ জানিয়ে এই ৬৫ বছর বয়সী কোচ যোগ করেন, ‘(বার্সেলোনা) ম্যাচের জন্য এমবাপ্পে খুবই গুরুত্বপূর্ণ। বার্সেলোনার হাই লাইনের (ডিফেন্স) বিপক্ষে তার গতি নির্ণায়ক হতে পারে। সে মাঠে যত বেশি বিচরন করবে, দলের জন্য ততই ভালো হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status