খেলা
বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন সামিত
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪০ অপরাহ্ন

লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে এখন স্রেফ এক ধাপ দূরে সামিত সোম। চলতি মাসের প্রথম দিন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর আজ বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়ে গেছেন শমিত। এখন শুধুমাত্র ফিফার অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাতে পারবেন এই মিডফিল্ডার।
দেশের একটি গণমাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিত বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন সব কাগজপত্র প্রস্তুত করে ফিফায় আবেদন করবো। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে সামিতের কোনো বাধা থাকবে না।’
সামিতের জন্ম কানাডায়। বা-মা দুজনই বাংলাদেশি। ফলে হামজা চৌধুরির মতো এই ২৭ বছর বয়সী ফুটবলারও পাসপোর্ট পেয়ে গেলেন সহজেই। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লীগের ক্লাব ক্যাভলরি এফসিতে খেলছেন সামিত। এর আগে ২০১৬তে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮তে অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০-এ কানাডা জাতীয় দলের হয়েও দু’টি ম্যাচ খেলেছেন তিনি।