খেলা
সিরিজ জিততে জুনিয়র টাইগারদের লক্ষ্য ১৯৭
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ২:৫৫ অপরাহ্ন

কলম্বোতে লঙ্কান যুবাদের ৪২.৩ ওভারে ১৯৬ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্য টপকে গেলে ছয় ম্যাচের সিরিজ আজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে জুনিয়র টাইগাররা।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকরা। স্কোরকার্ডে দলীয় ফিফটি যোগ করতে দুই উইকেট হারায় লঙ্কান যুবারা। বাংলাদেশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১৫১ থেকে ১৬৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিক দল, শেষ পর্যন্ত থামে ১৯৬ রানে। সর্বোচ্চ ব্যক্তিগত ৪২ রান আসে অধিনায়ক ভিমাথ দিনসারার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইমুন বশির, ২টি করে নেন সাদ ইসলাম, রিজান হোসেন ও ফারহান শাহরিয়ার। তবে রান তাড়ায় সফরকারীদের শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম চার ওভারেই ফিরে গেছেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪।