খেলা
রিশাদের রেকর্ডের দিনও হার লাহোরের
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১২:৩০ অপরাহ্ন

তিন ম্যাচ দর্শক হিসেবে কাটিয়ে লাহোর কালান্দার্সের হয়ে নামলেন রিশাদ হোসেন। রোববার দারুণ বোলিং করেও শেষ পর্যন্ত করাচি কিংসের কাছে তার দল হারে ৪ উইকেটে। এদিন ১ উইকেট নিয়ে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ উইকেটের রেকর্ড নিজের করে নেন এই লেগ স্পিনার।
করাচির বিপক্ষে ১ উইকেট নিতে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দেন রিশাদ। আপাত দৃষ্টিতে এই বোলিং বিশ্লেষণ খরুচে মনে হলেও বাস্তবতা আরেকটু ভিন্ন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। স্বাগতিক দল আগে ব্যাট করে ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। ক্রিজে তখন ১ বল খেলে শূন্য রানে অপরাজিত রিশাদ। এরপর আর ব্যাট করা হয়নি লাহোরের। তুমুল বর্ষণ থামার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৫ ওভারে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে করাচি। ৬ ওভারে ২ উইকেটে ডেভিড ওয়ার্নারের দলের খাতায় যখন ৬৮ রান, তখন বোলিংয়ে আসেন রিশাদ। সেই ওভারে স্রেফ ৭ রান দিয়ে সিকান্দার রাজার ক্যাচ বানিয়ে জেমস ভিন্সকে সাজঘরে পাঠান এই টাইগার লেগ স্পিনার। এই উইকেটেই সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদকে (৮) ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান এই ২২ বছর বয়সী ক্রিকেটার। নিজের পরের দুই ওভার মিলিয়ে রিশাদ রান দেন ২১। তার চেয়ে কম খরচে ২ উইকেট তুলে নেন শুধুমাত্র ড্যারিল মিচেল। বাকিরা মার খেয়েছেন আরও বেশি। ৩ ওভার হাত ঘুরিয়ে রিশাদের ইকোনোমি ৯.৩৩। মিচেল (৬) বাদে বাকি সবার ইকোনমি ছিল ১০-এর উপরে। রিশাদের ওভারের কোটা শেষ হয়ে যাওয়ার পর করাচির দরকার ছিল ৪ ওভারে ৫৮ রান। ইরফান খান আর মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই জয়ের দুয়ারে পৌঁছে যায় করাচি। ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ইরফান।