খেলা
শিখতে নয় জিততে চান সোহান
স্পোর্টস রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
এবারের ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)-এ ধানমণ্ডি ক্লাবের হয়ে ১১ ইনিংসে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫২২ রান করেছেন নুরুল হাসান সোহান। ডিপিএলএ পারফর্ম করেই ‘এ’ দলে জায়গা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। গতকাল তাকে অধিনায়ক করেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের প্রথম দু’টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে আছেন সদ্য ঘোষিত জাতীয় দলের চার ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এখন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে জাতীয় দল ও এর আশপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে সুযোগ করে দেয়া হয়েছে। শুরুতে মোস্তাফিজুর রহমান থাকলেও তার জায়গায় নেয়া হয়েছে খালেদ আহমেদকে। গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রথম দুই ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে নুরুল হাসান সোহানকে। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৩ সালে খেলেছেন সোহান। ১১ টেস্ট, ৭ ওয়ানডে আর ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৯ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে আসা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেয়াই আমাদের লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’ ‘এ’ দলে পারফর্ম করলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকে। তাছাড়া কোচ ফিল সিমন্স দেখতে যান ঘরোয়া লীগের ম্যাচ। তার নজরে পড়তেও সেরাটা দিতে চাইবেন অনেকে। এ নিয়ে সোহান বলেন, ‘অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেকদিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একইসঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’ সোহানের মতো ঢাকা লীগে পারফর্ম করাদের নিয়ে গড়া হয়েছে ‘এ’ দল। ১৪ ম্যাচে ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয়, তিনিও আছেন ‘এ’ দলেও। ১১ ম্যাচে ৬১৮ রান করা মোহাম্মদ নাঈম শেখকেও রাখা হয়েছে স্কোয়াডে। পাকিস্তান সফরে দলে ডাক পাওয়াদের মধ্যে এই দলে আছেন শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন। ৫, ৭ ও ১০ই মে সিলেটে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণের ম্যাচগুলো। একই ভেন্যুতে চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ই মে, ২১শে মে ঢাকায় হবে দ্বিতীয় ম্যাচ। এই সিরিজের সবক’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।