খেলা
কষ্টার্জিত জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে খুশি ফ্লিক
স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৫, সোমবার
স্প্যানিশ লা লিগার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। রিয়াল ভায়াদলিদের মাঠে একের পর এক আক্রমণের পসরা সাজিয়েও বিরতির আগে গোলের দেখা পেলো না কাতালানরা। তবে মাঠে ফিরে ছয় মিনিটে ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় বার্সা। ২-১ গোলের জয়ে লা লিগা শিরোপার আরও কাছে চলে গেল হান্সি ফ্লিকের ছেলেরা। ম্যাচের পর বার্সা বস বলেন, পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে অভিযানে সফল তারা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে কোপা দেল রে ফাইনাল জয়ের পর এদিনই প্রথমবার লীগে খেলতে নামে বার্সেলোনা। তাই সফরকারীরা মাঠে নামার সময় গার্ড অব অনার দেয় ভায়াদলিদ। ইতিমধ্যে অবনমিত হয়ে যাওয়া স্বাগতিক দল ঘরের মাঠে পাত্তাই পায়নি। পুরো ম্যাচ জুড়ে ৮২ শতাংশ বল দখলে রাখা বার্সা ২৪টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে ৫টির মধ্যে ৪টি শট লক্ষ্যে থাকে ভায়াদলিদের। চ্যাম্পিয়নস লীগে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া বার্সার শেষ ম্যাচ থেকে এদিন ৯টি পরিবর্তন আনেন হান্সি ফ্লিক। আগের ম্যাচ থেকে একাদশে থাকেন শুধুমাত্র পেদ্রি ও জেরার্ড মার্টিন। তাতেও আক্রমণে একদমই বেগ পেতে হয়নি সফরকারীদের। হোসে জোরিলায় ষষ্ঠ মিনিটের এক প্রকার ভাগ্যের জোরে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঠের ডান প্রান্ত থেকে ইভান সানচেজের কোণাকুণি সাদামাটা শট রোনাল্ড আরাউহোর পায়ে লেগে অদ্ভুত বাউন্সে উপরে উঠে যায়। শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ২২২ দিন পর চোট কাটয়ে একাদশে ফেরা বার্সা অধিনায়ক ও গোলকিপার মার্ক-আন্দ্রে টেস স্টেগানের। বিরতির আগ পর্যন্ত একের পর আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না কাতালানরা। ৩৬তম মিনিটে কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন দানিয়েল রদ্রিগেস। তার জায়গায় মাঠে আসেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। বিরতির পর মাঠে আসেন রাফিনহা আর ফ্রেঙ্কি ডি ইয়ং। তাতে আক্রমণের ধারটা আরও বারে বার্সার। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৫৪তম মিনিটেই সমতাসূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ঠিক ছয় মিনিটের মধ্যে জয়সূচক গোলটি করেন ফেরমিন লোপেজ। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনা এ নিয়ে পঞ্চমবার পিছিয়ে পড়েও ম্যাচে জয় তুলে নিলো, আর সব প্রতিযোগিতা মিলিয়ে অষ্টমবার। ৩৪ ম্যাচে ২৫ জয় ৪ ড্র ও ৫ হারে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে এগিয়ে গেল কাতালুনিয়ানরা। ম্যাচের পর বার্সা বস ফ্লিক বলেন, ‘লক্ষ্য ছিল ৩ পয়েন্টের এবং আমরা তা অর্জন করতে পেরেছি। আমাদের অভিযান সফল।’ সামনে রয়েছে দলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ। এর আগে কয়েকজনকে বিশ্রাম দিতে পেরে ও অন্যদের সুযোগ করে দিতে পেরেও খুশি এই জার্মান কোচ। তিনি যোগ করেন, ‘কিছু ফুটবলারকে বিশ্রাম দেয়াটা প্রয়োজনীয় ছিল এবং সেটি দিতে পেরেছি। অন্যদের কিছু সময় খেলাতে পেরেছি, কাজটা সহজ ছিল না। এ কারণে কিছু ভুল হয়েছে, দ্রুতই বদলি আনতে হয়েছে।’