ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

হকির ব্যর্থতায় এনএসসি’র তদন্ত কমিটি

স্পোর্টস রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
mzamin

৪৩ বছর পর এশিয়া কাপ হকিতে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে ফাইনালে উঠতে না পারায় এবারের এশিয়া কাপে খেলতে পারবে না। আবার কবে বাংলাদেশ জাতীয় হকি দল আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে সেটা কেউ বলতে পারে না। হকি দলের এই ব্যর্থতা খুঁজতে গতকাল তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ন কবীরকে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য এবং সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন এই কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। বাংলাদেশ হকির অন্যতম সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এএইচএফ কাপের ফিটনেস টেস্টেও তাকে ডাকেনি হকি ফেডারেশন। ৩২ বছরের বেশি খেলোয়াড় জাতীয় দলের জন্য বিবেচনা না করার অলিখিত সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। খেলোয়াড়রা খেলবেন পারফরম্যান্স, ফিটনেস ও শৃঙ্খলার ভিত্তিতে, বয়স কখনো বিবেচ্য নয়। অথচ হকি ফেডারেশন অদ্ভুত পথে হাঁটায় সেই সময় গণমাধ্যমে সাবেক খেলোয়াড় ও হকি সংশ্লিষ্টরা সমালোচনা করেছিলেন। তখনো জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপরও নিজেদের অবস্থানে দৃঢ় ছিল হকি ফেডারেশন। এএইচএফ কাপে ব্যর্থ হওয়ায় অভিজ্ঞ খেলোয়াড় জিমিকে না নেয়ার বিষয়টি আবার উঠে আসছে আলোচনায়। দল নির্বাচন ও টুর্নামেন্টের আগে বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচের অভাব, ফেডারেশনের কর্মকর্তাদের অদূরদর্শিতাসহ আরও অনেক বিষয় প্রাসঙ্গিক হয়ে এসেছে ব্যর্থতার পর। এত বড় বিপর্যয়ের পর হকি ফেডারেশনে এখনো পোস্টমোর্টেমের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। জাতীয় স্বার্থে ফেডারেশনগুলোর অভিভাবক সংস্থা এনএসসি হকির ব্যর্থতা উদ্‌ঘাটনের জন্য কমিটি গঠন করেছে। এই কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে থাকছে হকি অঙ্গন। উল্লেখ্য, জাকার্তায় এবারো চ্যাম্পিয়ন হতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু যাওয়ার আগে খেলেনি কোনো প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দল ভেবেছে, যাবে আর চ্যাম্পিয়ন হয়ে ফিরবে আগের মতো। সে লক্ষ্যে গ্রুপ পর্বে চার ম্যাচই জিতলেও বাংলাদেশকে ঘাম ঝরাতে হয়েছে দু’টি ম্যাচে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দলের সঙ্গে জিততে হয়েছে মাত্র ১ গোলের ব্যবধানে। তারপরও গ্রুপসেরা হয়ে সেমিতে উঠে সামনে পড়তে হয়েছে ওমানের, যারা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ায়। এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোর মধ্যে সাম্প্রতিককালে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ওমান। সেই ওমানই এবার বাংলাদেশের পথে কাঁটা বিছিয়েছে। আর ব্যর্থতা নিয়ে বাংলাদেশ দলকে ফিরতে হয়েছে দেশে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status