খেলা
আজ শুরু টি-টোয়েন্টি দলের ক্যাম্প
স্পোর্টস রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবারসংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। টেস্ট স্কোয়াড ও ‘এ’ দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ সকাল থেকে শুরু হবে এই ক্যাম্প। আগামী ১৩ই মে পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্যাম্প শেষে আগামী ১৪ মে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে লিটন কুমার দাসের দল। ‘এ’ দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আগামী ৮ই মে টি-টোয়েন্টি দলের ক্যাম্পে যোগ দিবেন বলে জানা গেছে। আর জিম্বাবুয়ের বিপক্ষে গেলো টেস্ট সিরিজে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ব্যক্তিগত ছুটি কাটিয়ে দ্রুতই যোগ দিবেন টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্পে। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্ট থেকে ছুটি পেয়েছে। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দিবেন।’ আগামী ১৭ ও ১৯শে মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫শে মে। এই সিরিজ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন লিটন।