খেলা
যে কারণে রেফারির বাঁশি বাজিয়ে খেলা থামালেন ভার্ডি
স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৫, সোমবারচলতি মৌসুম শেষে লেস্টার সিটি ছেড়ে যাচ্ছেন জেমি ভার্ডি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লীগে ভক্তদের এক অদ্ভুত মুহূর্তের উপহার দিলেন এই ইংলিশ স্ট্রাইকার। গত শনিবার ঘরের মাঠে সাউদাপ্টনের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় স্বাগতিক লেস্টার। ম্যাচের একপর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে পড়ে যান রেফারি। সে সময় রেফারির বাঁশি নিজেই বাজিয়ে খেলা থামিয়ে দেন ভার্ডি। হাসতে হাসতে লুটোপুটি খান ধারাভাষ্যকার ও উপস্থিত দর্শকরা। কিং পাওয়ার স্টেডিয়ামে দলের প্রথম গোলটি করেন ভার্ডিই। লেস্টারের হয়ে ৪৯৮ ম্যাচে নিজের ১৯৯তম গোলটি করেন এই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। পরে বিরতির বাঁশি বাজার এক মিনিট আগে শেষ গোলটি করেন জর্ডান আয়েও। ২০০ গোলের মাইলফলক ছুঁতে ফক্সদের হয়ে আর তিনটি ম্যাচ হাতে আছে ভার্ডির। প্রথমার্ধের একপর্যায়ে আয়েওর সঙ্গে সংঘর্ষে মুখে আঘাত পান রেফারি ডেভিড ওয়েব। মুখে হাত দিয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। খেলা তখনও থামেনি। তাৎক্ষণিক ছুটে এসে রেফারির বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করেন ভার্ডি।
ম্যাচের পর এর কারণ জানিয়ে বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি দেখছিলাম যে সাউদাম্পটন বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে এবং রেফারি মাটিতে শুয়ে আছে। আমি ভাবলাম বাঁশি বাজিয়ে আমি খেলা থামাবো। শেষ পর্যন্ত রেফারি ওয়েবের বদলি হিসেবে মাঠে আসেন চতুর্থ ম্যাচ অফিসিয়াল স্যাম ব্যারোট।
গত মাসেই লেস্টারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জেমি ভার্ডি। ২০১২তে ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দল ফ্লিটউড টাউন থেকে লেস্টারে আসেন ভার্ডি। এরপর ফক্সদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লীগ ও এফএ কাপ শিরোপা। ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাও তিনি।