খেলা
নিউজিল্যান্ডকে ১৪৭ রানে আটকে দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪১ অপরাহ্ন

বাংলাদেশ সফরে ৩ ম্যাচ আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের প্রথমটি খেলছে নিউজিল্যান্ড। সিলেটে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ বলেই ১৪৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড এ দল। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা, দলীয় ৬ রানেই হারায় ৩ উইকেট। স্কোরবোর্ডে ৫৮ রান উঠাতেই আরও ৩ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপরা। এদিন ৪ নিউজিল্যান্ড ব্যাটার আউট হন রানের খাতা না খুলেই। ৮৫ রানেই ৯ উইকেট হারানো কিউইদের কিছুটা সামলে দেন ডিন ফক্সক্রফট। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রান। ওপেনিংয়ে নেমে রাইস মাইরু (৪২) বাদে আর কেউ করতে ব্যক্তিগত ৯ রানের বেশি করতে পারেনি। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও তানভির ইসলাম। ২টি করে নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। রান তাড়ায় এখন পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
পাঠকের মতামত
আপনাদের মত কিছু ছাগলমার্কা সাংঘাতিকদের জন্য এই মহান পেশার এত বদনাম। ১৪৭ সালের খুশিতে ১০০ রানের কমেও তো অলআউট হতে পারে বাংলাদেশ। তাই ভেবেচিন্তে নিউজ করিয়েন।