শেষের পাতা
গাজীপুরে হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৫ মে ২০২৫, সোমবার
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পর গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তিনি ঢাকায় ফেরেন। ৪ঠা মে সন্ধ্যায় ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপি’র আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ। একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এ এম নাসির উদ্দিন জানান, গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে। পরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে তিনি বোর্ডবাজার এলাকার আইইউটির সামনে পৌঁছে যান। পরবর্তীতে তাকে পুলিশ নিরাপত্তা দিয়ে ঢাকার দিকে পৌঁছে দেয়।
পাঠকের মতামত
হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। He is a 100% honest and great leader of Bangladesh. HE can save Bangladesh by the grace of Almighty Allah.
হিরো হয়ে উঠার জন্য সাজানো নাটক না হয়ে থাকলে ঘৃণা ছড়ানোর রাজনীতির অনিবার্য পরিণতি এটি। রাজনীতিতে ঘৃণা ছড়িয়ে পাল্টা ঘৃণা ছাড়া কিছুই অর্জন করা যায় না।
হাসানাত আবদুল্লাহ আপনি সরকারি অস্র ও নিরাপত্তা ছাড়া বাহির হবেন না। জুলাই 24 এর শত্রুরা দেশের ভিতরে বাহিরে সব সময় অকাজ নিয়ে ব্যস্ত।