শেষের পাতা
হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার ৫৪
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৬ মে ২০২৫, মঙ্গলবার
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলার ঘটনার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাদের আটক করে। আটককৃতদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র বাসন থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলার বাদী হবেন এনসিপি’র গাজীপুর জেলা প্রতিনিধি আল আমিন।
সোমবার সকালে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান জানান, হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলার ঘটনার বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ অভিযান অব্যাহত আছে।
জানা যায়, রোববার সন্ধ্যার পর হাসনাত আবদুল্লাহ’র ওপর হামলার পর থেকেই জিএমপি’র থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে দু’জনকে আটক করে পুলিশ। তারা হলো- গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দীপু। বাকিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলার ঘটনা ঘটে। গাড়ি চালকের ভাষ্যমতে, পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্ত এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। আব্দুল্লাহ দ্রুত আশ্রয় নেন আইইউটিতে?। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশি নিরাপত্তায় ঢাকায় যান তিনি। এরপর এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়।