ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মাধবপুরে আওয়ামী লীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

(৫ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:২৭ অপরাহ্ন

mzamin

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলা থেকে আতিকুর রহমান কে গ্রেপ্তার করে মাধবপুর থানার পুলিশ। তিনি মাধবপুর পৌরসভার শিবপুর গ্রামের মৃত সাজিদুর রহমান এর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মাধবপুর উপজেলা পরিষদের সমন্বয় সভা ছিল। ওই সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন চেয়ারম্যান অংশগ্রহণ করেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই শাহনূরের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে উপজেলা পরিষদের নিচতলার বারান্দা থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করেন। এসময় আওয়ামী লীগের পদধারী অন্য চেয়ারম্যানরা পালিয়ে যায়। এর আগে রোববার রাত সাড়ে ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: নুরধন মিয়া (৪৫)কে গ্রেফতার করেন। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত সবুর হোসেন এর পুত্র। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনার তদন্তে আতিকুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত ৪নং মামলায় নুরধন মিয়া ২২৬ নাম্বার এজাহারভুক্ত আসামি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status