বাংলারজমিন
‘অধ্যাপক মান্নানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ফ্যাসিস্ট সরকার মেয়র অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীও পালন করতে দেয়নি। বাবাকে তিন বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। সাধারণ কোনো মৃত্যু ছিল না বাবার। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। স্বৈরাচারমুক্ত হওয়ার কারণে মৃত্যুবার্ষিকী পালন করতে পারছি। সোমবার গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন।
মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে কবর জিয়ারত, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়েছে। সকালে জেলা শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মহানগর যুবদলের অনুষ্ঠানে মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। সভায় সিটির সাবেক ওয়ার্ড কমিশনার হাসান আজমল ভুঁইয়া, নাজমুল খন্দকার সুমন, ফারহাজ বিন প্রবালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে গাজীপুর সদর মেট্রো বিএনপি আয়োজিত স্মরণ সভায় এডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি, মীর হালিমুজ্জামান ননি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় মহানগর বিএনপি সভাপতি বলেন, গণ-অভ্যুত্থানে পতিত বিগত সরকারের সময়ে মেয়র নির্বাচিত হওয়ার পর অধ্যাপক এম এ মান্নান রাজনৈতিক মামলায় জর্জরিত হয়ে প্রায় তিন বছর কারা নির্যাতিত থেকে এবং কারাগারে সুচিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।