ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জুড়ী বিএনপি’র বিরুদ্ধে গঠনতন্ত্র না মানার অভিযোগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

ইউনিয়ন কমিটি গঠনে দলের গঠনতন্ত্র না মেনে নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির বিরুদ্ধে। তারা দাবি করছেন, জেলার নেতাদের নির্দেশে এমন কাজ করছেন। তবে জেলা নেতারা জানিয়েছেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের কোনো নির্দেশ দেয়া হয়নি। বিএনপি’র গঠনতন্ত্রের ধারা ৬(খ)-এর উপ-ধারা (৩)-তে বলা হয়েছে: ‘ইউনিয়নভুক্ত প্রতিটি ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত হবে দলের ইউনিয়ন কাউন্সিল। এ কাউন্সিল দুই বছরের মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে পৌরসভা ও মহানগর ওয়ার্ড কমিটির আদলে ৭১ জনের অনূর্ধ্ব একটি ইউনিয়ন নির্বাহী কমিটি নির্বাচন করবে।’

জুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পূর্বজুড়ী ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী আব্দুল মুহিত নামর রোববার রাতে অভিযোগ করে বলেন, ‘ইউনিয়ন কমিটি গঠনের জন্য প্রথমে গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম শুরু হলেও, উপজেলা আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নিজেদের পছন্দের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে গঠনতন্ত্র মানতে নারাজ হয়েছেন। নিয়ম অনুযায়ী, ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটির সদস্যদের মধ্য থেকেই ইউনিয়ন কমিটি গঠনের কথা ছিল। অথচ এখন সবার জন্য ইউনিয়ন কমিটির পদে আবেদন উন্মুক্ত করে দেয়া হয়েছে।’

একই অভিযোগ করেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম, একই ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক প্রার্থী সহিবুর রহমান তুয়েলসহ আরও অনেকে।

অভিযোগের বিষয়ে জুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. মো. মোস্তাকিম হোসেন বাবুল বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলাম। তবে পরে উপজেলা আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করার দাবি জানান। জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিবের নির্দেশে আমরা পরে সবার জন্য মনোনয়নপত্র উন্মুক্ত করে দিই এবং মনোনয়ন জমা দেওয়ার সময় আরও তিনদিন বাড়ানো হয়।

তবে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন মানবজমিনকে বলেন, জুড়ীর আহ্বায়ক সম্পূর্ণ ভুল বক্তব্য দিয়েছেন। কমিটি গঠনে গঠনতন্ত্রের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং জুড়ী উপজেলা বিএনপি’র সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু মানবজমিনকে জানান, জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে আলোচনা করে জুড়ী উপজেলা বিএনপিকে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন কমিটির নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য গতকাল স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status