বাংলারজমিন
গার্মেন্ট শিল্প
প্রযুক্তির বিপ্লব: জ্যাক এর নতুন পণ্যের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দোহার থেকে
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
তৈরি পোশাক শিল্পে পরিচিত ও স্বনামধন্য ব্র্যান্ড জ্যাক তাদের নতুন পণ্য A4C NTB লকস্টিচ সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। রোববার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-২ তে দেশের গার্মেন্টস খাতে একটি তাৎপর্যপূর্ণ প্রযুক্তির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শুরুতে প্রযুক্তির কার্যকারিতা, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মো. কামাল উদ্দিন। এসময় তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে জ্যাক এর A4C NTB লকস্টিচ সেলাই মেশিন উদ্বোধন আমাদের গার্মেন্টস শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই নতুন প্রযুক্তি আমাদের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশকে স্মার্ট ফ্যাক্টরির পথে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেডের আরএনডি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট ড. হু তার বক্তব্যে বলেন, আমরা চাই বাংলাদেশের গার্মেন্ট খাত প্রযুক্তির দিক থেকে আরো সমৃদ্ধ হোক। A4C NTB লকস্টিচ মেশিন আমাদের সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। এসময় অতিথিরা নতুন প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এসময় বক্তারা বলেন, A4C NTB লকস্টিচ সেলাই মেশিনটি একটি বিপ্লবিক প্রযুক্তি, যা আধুনিক অও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে গার্মেন্টস শিল্পে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি কেবলমাত্র একটি সেলাই মেশিন নয় বরং একটি সম্পূর্ণ স্মার্ট সল্যুশন যা ভবিষ্যতের স্মার্ট ফ্যাক্টরির পথে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এই অনুষ্ঠান ও প্রযুক্তি উন্মোচনকে কেন্দ্র করে গার্মেন্ট খাতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এটি শিল্পের প্রতিযোগিতামূলক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসময় বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্যবৃন্দ ও দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গার্মেন্ট প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।