ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জকিগঞ্জে বিএনপি নেতা মামুনের মতবিনিময়

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, সোমবার

সিলেটের সীমান্তবর্তী  জকিগঞ্জ -কানাইঘাট দুটি উপজেলার শিক্ষা, স্বাস'্য, নদী ভাঙন রোধকল্প, সড়ক সংস্কার ও সীমান্তে মাদক চোরাচালান বন্ধের দাবিতে সিলেটের প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি, সিলেট-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ (চাকসু মামুন)। রোববার সকাল ১১টায় সিলেট শহরের কুমার পাড়ার  প্লাটিনাম লাউঞ্জ হোটেলে  জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠন যৌতভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। মামুন বলেন,  সিলেট জেলা শহর থেকে ১শ কিলোমিটার জকিগঞ্জ উপজেলা, অপরদিকে কানাইঘাট উপজেলা ৭০কিলোমিটার। দেশে জেলা শহর থেকে এমন দূরবর্তী উপজেলা খুবই কম আছে। দুটি উপজেলার রাস্তাঘাটের বেহাল দশা। শেওলা  টু জকিগঞ্জ রাস্তা,কালিগঞ্জ টু জকিগঞ্জ রাস্তা,আটগ্রাম টু জকিগঞ্জ রাস্তা এছাড়া এই উপজেলার গ্রামীণ রাস্তা সবগুলোই বড়বড় খানাখন্দকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কানাইঘাট উপজেলার গাজী বুরহান উদ্দিন(রঃ) রাস্তাটি উপজেলাবাসীর অন্যতম চলাচলের রাস্তা। এই রাস্তার অবস'া  ক্ষত বিক্ষত। গত আওয়ামী লীগ সরকারের আমলে কোন উন্নয়ন হয়নি। অপরদিকে কানাইঘাট টু সুরইঘাট, চতুল টু  সুরইঘাট ও বড়বন্দ রাস্তায়  বড়বড় গর্ত,খানাখন্দকে অচল হয়ে আছে।জীবন ঝুকি নিয়ে মানুষ চলাচল করেন। জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভার রাস্তাঘাট সবগুলোই ভাঙ্গা ও অত্যান্ত শোচনীয়। জনচলাচলের ভাঙ্গাচোরা রাস্তাগুলোতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নিহত হচ্ছেন অনেকেই, আবার অনেকেই গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীরা জীবন ঝুকি নিয়ে যাওয়া আসা করছে।
জকিগঞ্জ-কানাইঘাটের স্বাস'্য ব্যবস'া নাজুক। দুটি সরকারি  স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স, আয়া, পরিছন্নতা কর্মী, যন্ত্রপাতি  সংকট রয়েছে। স্বাস'্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে দুটি উপজেলার লাখো লাখো মানুষ। শিক্ষক সংকট, একাডেমিক ভবনের অভাবে  শিক্ষা প্রতিষ্ঠান গুলো নানামুখী সমস্যায় রয়েছে।
জকিগঞ্জ-কানাইঘাটে নদী ভাঙন একটি মারাত্মক সমস্যা। ভারতের বরাক, বাংলাদেশের সুরমা, কুশিয়ারা নদীর মিলনস'ল হচ্ছে জকিগঞ্জের আমলশিদ পয়েন্ট। এখান থেকে সুরমা, কুশিয়ারা জকিগঞ্জ-কানাইঘাট দিয় বয়েগেছে। নদী ভাঙ্গন রোধকল্পে পরিকল্পনা মাফিক কোন প্রদক্ষে নেয়া হচ্ছেনা। প্রতি বছর কুশিয়ারা ও সুরমার ভাঙ্গনে দেশের  মানচিত্র ছোট হচ্ছে, ঘরবাড়ি, ভিটেমাটি হারাচ্ছে মানুষ। বন্যায় প্রতিবছর ফসলি জমি,ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুরমা, কুশিয়ারা, লোভা নদীর ডাইক শক্তভাবে মেরামত ও রক্ষার দাবী করেন তিনি। মামুন বলেন, গত ৩/৪মাস পূর্বে  জকিগঞ্জে ডাইকে কাজ করতে গেলে ভারতীয় বিএসএফ বাঁধা দেয়, যা অতি কষ্টের ও লজ্জার। বিএসএফ এর বাঁধা ভারতের আগ্রাসনের বহিঃপ্রকাশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি বাঁধ নির্মাণের কার্যকরী  উদ্যোগ নেয়ার আহবান করেন তিনি। জকিগঞ্জ, কানাইঘাট সীমান্ত এলাকা।এই দুটি এলাকায় চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।মাদকে সয়লাব হচ্ছে দুটি উপজেলায়। চোরাচালান ও মাদক নির্মূলে প্রয়োজনীয় কঠোর প্রদক্ষেপ নেয়ার দাবি জানান। মতবিনিময় সভায় উপসি'ত ছিলেন কানাইঘাট উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান  বিএনপি নেতা আশিক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান  মামুনুর রশিদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান,কানাইঘাট উপজেলা সিনিয়র সহ-সভাপতি ওয়েছ আহমদ,সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জকিগঞ্জ পৌর কাউন্সিলর রিপন আহমদ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ,সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ,সাবেক কাউন্সিলর শামীম আহমদসহ জকিগঞ্জ কানাইঘাট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সাংবাদিকদের মধ্যে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, জকিগঞ্জ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status