ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজী গ্রুপ থেকে লুট হওয়া মালামাল জয়পুরহাটে উদ্ধার, আটক ৪

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

গত বছরের ৫ই আগস্ট রূপগঞ্জের গাজী গ্রুপের কারখানা থেকে লুট হওয়া মালামাল জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছেন তারা। রোববার রাতে জয়পুরহাট সদর থানার খঞ্জনপুর এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। 
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হলে লোকজন তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী পাইপ অ্যান্ড ফিটিংস কারখানা থেকে প্রায় ৫৬৪ কোটি টাকার মালামাল লুট করে কারখানায় আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বগুড়ার বামনা এলাকার সালাম মণ্ডলের ছেলে মজিবর মণ্ডলকে রোববার রাতে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় খঞ্জনপুর এলাকা থেকে আটক করে। এ সময় সেখান থেকে পাইপ, সাবমারসিবল পানির পাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুসারে একই এলাকা থেকে বগুড়ার বামনপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে সাইফুল ইসলামকে এবং পরবর্তীতে রূপগঞ্জের বামনগাঁও এলাকার আমজাদ হোসেনের ছেলে নজরুল মঙ্গলখালী এলাকার হাসিমুদ্দিনের ছেলে ইব্রাহিমকে আটক করা হয়। তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status