ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বাগমারায় জলমহাল ইজারা নিয়ে বিপাকে মৎস্যচাষিরা

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর গ্রামের “বিলসূতি বিল বা জলমহাল ইজারা নিয়ে বারবার সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছে ইজারা নেয়া ওই গ্রামের অসহায় মৎস্যচাষিরা। সন্ত্রাসীরা চাঁদা দাবি, মারধর, সমিতির মালামাল লুট, কৃষি যন্ত্রপাতিতে অগ্নিসংযোগ করে চলেছে। এমনকি ইজারা নেয়া বিলে কাউকে নামতেও দিচ্ছে না তারা, নামলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় থমথমে পরিবেশ বিরাজ করছে বিলসূতির বিলে।
বাগমারা উপজেলার ‘আদর্শ মৎসজীবী সমবায় সমিতি লিমিটেড’র আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় গত ১৭ই আগস্ট ২৩ বাগমারা উপজেলার ‘বিলসূতি বিল (বদ্ধ)’ জলমহালটি বাংলা ১লা বৈশাখ ১৪৩১ থেকে ৩০শে চৈত্র ১৪৩৬ পর্যন্ত ৬ বছর মেয়াদে উন্নয়ন প্রকল্পে আদর্শ মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারা প্রদান করে। পরবর্তীতে জলমহালটির ১৪৩১ বঙ্গাব্দের ইজারা মূল্য বাবদ নগদ ৪০  লাখ, ভ্যাট ও আয়করসহ সর্বমোট ৫০ লাখ টাকা ৭ই ফেব্রুয়ারি ২০২৪ পরিশোধ করে। মাছ চাষ করার কার্যক্রম শুরু করার সময় একই গ্রামের জাহেদুল ইসলাম বাচ্চু সমিতির সভাপতির কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চলতি বছর ১৭ই এপ্রিল রাত ৮টায় ইজারা নেয়া মাছচাষিরা বিলসূতি বিলে গিয়ে দেখেন আনুমানিক ৩০-৩৫ জন সন্ত্রাসী বড় বড় বেড় জাল নিয়ে বিলে থাকা রুই, জাপানি ব্রিগেড, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের ৪০০ মণ মাছ যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা ধরে নিয়ে যায়। মাছ ধরার পর সন্ত্রাসীরা হাতে থাকা লোহার শাবল দিয়ে পানি সেচের শ্যালো মেশিন ভেঙে ফেলে, যাতে ৮০ হাজার টাকার ক্ষতি হয়। আসামিদের হাতে অস্ত্র থাকায় মাছচাষিরা বাধা দিতে সাহস করেনি। এদিকে বিল থেকে উঠে এসে আক্কাস মৃধার ছেলে সাগর আলী (৫৩) অফিস ঘরে আগুন দেয়। জাফর আলী, জমিন উদ্দিন ও এরশাদ নামে তিনজন পেট্রোল ঢেলে দেয়। এ সময় আগুনে বিলের হিসাবের খাতা, ১টি মোটরসাইকেল ও চেয়ার-টেবিল পুড়ে যায়। ফলে ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। আগুন দেয়ার আগে নজরুল ইসলাম নামে একজন সমিতির ড্রয়ার থেকে ৫১ হাজার টাকা নিয়ে নেয়। এ রকম ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী সমিতির সভাপতি ইসলাম সরদার বাগমারা থানায় ২২শে এপ্রিল অভিযোগ দায়ের করেছেন। 
এদিকে উদ্ভূত পরিস্থিতির সমস্যা সমাধানে গত ৭ই এপ্রিল বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম এক অফিস আদেশে জানান, ইজারাকৃত ৪৩২.২৪ একর বিলে ইজারাদার ব্যতীত অন্য কেউ অনুপ্রবেশ করবে না। এতে শর্ত ভঙ্গ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা রয়েছে। ভুক্তভোগী আদর্শ মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসলাম সরদার বলেন, উপজেলা প্রশাসন ও বাগমারা থানা আমাদের সব কাগজপত্র ও আইনগত বিষয় ঠিকঠাক অবস্থায় আছে বলে মত দিয়েছেন। কিন্তু এর আগে সন্ত্রাসী হামলা, লুট, অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকিদাতা চিহ্নিত সন্ত্রাসীদের কোনো বিচার হচ্ছে না। ফলে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে ওঠছে। আমাদেরকে দ্রুত মাছ ধরার কাজে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ চাই। মাছ ধরতে না পারলে চাষিদের না খেয়ে মরার মতো অবস্থা হবে। এসব বিষয়ে বাগমারা থানার ওসি মোহা. তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, সমস্যাটি দীর্ঘদিনের। উভয় পক্ষকে সহনশীল থাকার পরামর্শ দেয়া হয়েছে। বারংবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে। সেনাবাহিনীর প্রতিনিধি, বাগমারা থানার ওসি ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে আলোচনা করে গত ৭ই এপ্রিল কিছু গুরুত্বপূর্ণ লিখিত সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়েছে। এরপরেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাগমারার প্রশাসন সতর্ক রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status