খেলা
ফাহাদের ৬ উইকেট, টাইগার যুবাদের লক্ষ্য ২১২ রান
স্পোর্টস ডেস্ক
(৩ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৪ অপরাহ্ন

শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আগে ব্যাট করে লঙ্কান যুবাদের পুঁজি ২১১ রান। টাইগার যুবাদের হয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন পেসার আল ফাহাদ।
হাম্বানটোটায় আজ টসে জিতে আগে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ফাহাদের বলে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন দুনিথ সিগেরা। দলীয় ৫০ রানের আগে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লঙ্কান যুবারা। মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ও দিনুরার ব্যক্তিগত ৫০ ও ৪৭ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি হাঁকিয়েছিলেন হেনাতিগালা। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে থামে স্বাগতিকদের ইনিংস। ৯.৯ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান খরচে ৬ উইকেট নেন ফাহাদ। রান তাড়ায় ব্যাট করছে টাইগার যুবারা। ৮.২ ওভার শেষে লাল সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। জয়ের জন্য ৪১.১ ওভারে প্রয়োজন আরও ১৫৭ রান।