খেলা
পিএসএলে অপেক্ষা বাড়লো নাহিদ রানার
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ২:২০ অপরাহ্ন

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে যাওয়া নাহিদ রানার অপেক্ষা বাড়ছে। রোববার ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগেও অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে টাইগার পেসারকে। তবে আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে পেশোয়ার জালমি যে চার জন বিদেশি নিয়ে খেলেছে, কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গেও দেখা গিয়েছে তাদেরকেই। ম্যাচে ৬৪ রানে হেরে গেছে পেশোয়ার।
পেশোয়ারের একাদশে থাকা বিদেশি ক্রিকেটাররা হলেন ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোর ও লুক উড, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এবং অস্ট্রেলিয়ার মিচেল ওয়েন। নাহিদ রানার লড়াটা মূলত পেসার উড জোসেফের সঙ্গে। পিএসএলের চলতি মৌসুমে নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নামা ডানহাতি পেসার জোসেফ ৯ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বাঁহাতি ফাস্ট বোলার উড চার ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৫টি। এদিনের ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি গড়ে কোয়েটা। সর্বোচ্চ ৩৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৩২ রানের ইনিগস খেলেন দলের অধিনায়ক সৌদ শাকিল। পেশোয়ারের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জোসেফ। রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাবর আজমের দল।
ষষ্ঠ উইকেটে ১৮ বলে সর্বোচ্চ ৩১ রানের জুটি গড়েন হুসেইন তালাত ও মিচেল ওয়েন। তালাত আউট হন ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলে। নির্ধারিত ওভারের আগেই গুঁটিয়ে যায় পেশোয়ারের ইনিংস। ১৫.২ ওভারে দলের খাতায় রান যোগ হয় সবগুলো উইকেট হারিয়ে ১১৪। বল হাতে ফাইফার নেন ফাহিম আশরাফ। নাহিদের দলের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। সেই ম্যাচে টাইগার পেসারের পিএসএল অভিষেক হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
চলতি মৌসুমেই পিএসএলে অভিষেক হয়েছে আরেক টাইগার ক্রিকেটার রিশাদ হোসেনের। তিনি খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। এ আসরে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসেরও। তবে অনুশীলনে পাওয়া আঙুলের চোট নিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছেন এই টাইগার উইকেটকিপার-ব্যাটার।