খেলা
প্রথম দিনে জিম্বাবুয়ের সংগ্রহ ২২৭/৯
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন

দিনের শুরুটা ভালো করলেও জিম্বাবুয়ের লাগাম টেনে ধরেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২২৭ রান।
টানা দুই উইকেটে কক্ষপথে বাংলাদেশ
লাফিয়ে উঠে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলেন তানজিম সাকিব। ব্যক্তিগত ৬৭ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের ফিরলেন শন উইলিয়ামস। ৬৯.২ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮ রান।
অবশেষে দেখা মিললো উইকেটের
চাতক পাখির মতো একটি উইকেটের খোঁজ করছিল বাংলাদেশ। অবশেষে ব্রেক থ্রু এনে দিলেন নাঈম হাসান। জাকের আলিকে ক্যাচ দিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইক আরভিন ফিরলেন ব্যক্তিগত ৫ রানে। ৬৭.৩ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।
গরমের কাছে হার মেনে উঠে গেলেন ওয়েলচ
দারুণ ব্যাটিং করছিলেন নিক ওয়েলচ। হুট করেই হাটা দিলেন ড্রেসিংরুমের দিকে। জানা গেছে, চট্টগ্রামের গরমে অতিষ্ট হয়ে রিটায়ার্ড হার্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও মাঝে চা বিরতির আগে ক্র্যাম্প হয়েছিল ওয়েলচের পায়ে। ব্যক্তিগত ৫৬ রানে উঠে গেলেন তিনি। উইলিয়ামসের সঙ্গে তার জুটি ৯০ রানের। মাঠে এসেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৬০.১ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান।
দুই থিতু ব্যাটারের ফিফটি, ব্যাকফুটে বাংলাদেশ
ব্যক্তিগত ফিফটি করেছেন নিক ওয়েলচ। একই পথ অনুসরণ করেছেন উইলিয়ামসও। লাঞ্চের পর এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি টাইগার বোলাররা। তৃতীয় উইকেটে সফরকারীদের খাতায় যোগ হয়েছে ৮৫ রান। ব্যক্তিগত ৫৩ ও ৫২ রানে ক্রিজে টিকে আছেন ওয়েলচ আর উইলিয়ামস। ৫২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান।
রান আউট মিস বাংলাদেশের, বড় হচ্ছে জুটি
তাইজুল ইসলামের বল শর্ট ফাইন লেগে খেলে রানের জন্য দৌড় লাগান শন উইলিয়ামস। উইকেটের মাঝপথে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এর মধ্যে থ্রো আসে জাকের আলির হাতে। গ্লাভস হাতে জাকেরের দুর্বল থ্রো তাইজুলের কাছে পৌঁছাতে পৌঁছাতে ক্রিজে ঢুকে যান উইলিয়ামস। তৃতীয় উইকেটের জুটিতে ৪৩ রান যোগ করেছেন ওয়েলচ আর উইলিয়ামস। ব্যক্তিগত ৪৪ রানে আছেন ওয়েলচ আর উইলিয়ামসের ব্যাট থেকে এসেছে ২০ রান। ৩৯ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান।
লাঞ্চের আগে ২ উইকেট বাংলাদেশের, জিম্বাবুয়ের ৮৯ রান
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ হয়েছে। ব্রায়ান বেনেটের পর আরেক ওপেনার বেন কারেনকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। কারেনও আউট হয়েছেন ব্যক্তিগত ২১ রানে। ক্রিজের এক প্রান্তে ৩২ রানে অপরাজিত লিক ওয়েলচ, ৬ রানে অপর প্রান্তে শন উইলিয়ামস। ২৮ ওভারের খেলা শেষ হয়েছে।
প্রথম উইকেট তানজিম সাকিবের
একটু আগেই বেন কারেনকে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে জীবন দিলেন সাদমান ইসলাম। তবে আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে সে সুযোগ দিলেন না উইকেটের পেছনে থাকা জাকের আলি। অভিষেক ম্যাচে নিজের ও দলের প্রথম উইকেট তুলে নিলেন তানজিম হাসান সাকিব। কারেন ফিরেছেন ব্যক্তিগত ১৪ রানে। ১০.৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।
চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথমটি জিতে এগিয়ে রয়েছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। তিনটি পরিবর্তন এনেছে টাইগার একাদশ। নাহিদ রানা গেছেন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলতে। টেস্ট অভিষেক হয়েছে তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ গেছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। স্কোয়াডের পর একাদশেও রয়েছেন এনামুল হক বিজয়। দলে ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: এনামুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহীম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারেন, ব্রায়ান বেনেট, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধাভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারভা, ব্লেসিং মুজারাবানি, ভিনসেন্ট মাকেসা।