খেলা
টটেনহ্যামের জালে গোল উৎসব করে শিরোপা লিভারপুলের
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:২৫ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার যেন বল্লার চাকে ঢিল ছুড়লো। রোববার অ্যানফিল্ডে প্রথমে গোল করার পর নিজেদের জালে ঢুকলো পাচ-পাঁচটি গোল। ৪ ম্যাচ হাতে রেখেই লিভাপুলের নিশ্চিত হলো প্রিমিয়ার লীগের শিরোপা। পাঁচ বছর আগে করোনার কারণে যেটি করা হয়ে ওঠেনি, ঘরের মাঠে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতলো অলরেডরা। পুরোটা অ্যানফিল্ড যেনো ধারণ করলো লাল দূর্গের রূপ।
২০২০-এ ইয়ুর্গেন ক্লপ লিভারপুলকে প্রিমিয়ার লীগ শিরোপার স্বাদ দিয়েছিলেন তিন দশক পর। মহামারির কি আর তা বুঝার ক্ষমতা আছে? সেবার চ্যাম্পিয়ন হলেও ভক্তদের সঙ্গে উদযাপন করা হয়নি অলরেডদের। তাই হয়তো এবার উল্লাসটা বাকি সবকিছুর থেকে অনেক বেশি। ক্লপের উত্তরসূরি হিসেবে দারুণ কাজ করছেন আর্নে স্লট। লিভারপুলের প্রিমিয়ার লীগ শিরোপার সংখ্যাটা বাড়িয়ে রেকর্ড ২০-এ নিয়ে গেলেন এই ডাচ কোচ, দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই হলেন লীগ চ্যাম্পিয়ন। অলরেডরা সবশেষ ভিক্টরি প্যারেড করে ১৯৯০-এ, ১৮তম শিরোপা জিতে। এর পরের বার মহামারির ছোবলে তো কিছুই হলো না। তাই এবার বড়সড় কিছু দেখার অপেক্ষায় থাকারই কথা অলরেড ভক্তদের। একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন, রোববার এমন ম্যাচে আগে গোল খেয়ে বসে স্বাগতিকরা।
দ্বাদশ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলকে সহজ হেডে জালে জড়ান লিভারপুলেরই সাবেক ডমিনিক সোলাঙ্কি। তবে কে ভেবেছিল এরপর গোল উৎসব শুরু করবে স্লট শিষ্যরা! মিনিট চারেকের মধ্যে মোহাম্মদ সালাহর থ্রু পাস ধরে সমতাসূচক গোলটি করলেন লুইস দিয়াজ। ভিএআরে অ্যাসিস্ট করা দমিনিক সোবাসলাই অফসাইডে ছিলেন না, এটি নিশ্চিত হতেই গর্জনে কেঁপে ওঠে লিভারপুলের লাল দুর্গ। এর চার মিনিট পর কোডি গ্যাকপোর গোল বাতিল হয় এই অফসাইডেই। তবে ২৪তম মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন এক শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ম্যাক আলিস্টার। দশ মিনিট পর আরেকবারে চেষ্টায় জাল খুঁজে নেন গ্যাকপো। ৩-১ গোলে বিরতি থেকে ফিরেও থেমে থাকেনি স্বাগতিক দল।
৬৩তম মিনিটে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন মো সালাহ। গোল করেই ছুটে গিয়ে কাছের গ্যালারির এক ভক্তের থেকে মুঠোফোন নিয়ে লাল দূর্গের সঙ্গে সেলফি নেন এই মিশরীয় তারকা। এর ছয় মিনিট পর আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন স্পার্স ডিফেন্ডার ডেসটিনি উদোগি। ৫-১ গোলে শিরোপার বাঁধভাঙা উল্লাসে মাতে লিভারপুল। চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমানসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।