খেলা
আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের শক্তিশালী ‘এ’ দল
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ‘এ’ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়ানডে অভিষেকে নিজেরই জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া মোহাম্মদ আব্বাস রয়েছেন কিউইদের দলে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো উইকেটকিপার-ব্যাটার মিচেল হে, ব্যাটার রিস মাইরু, ফাস্ট বোলার জ্যাকারি ফোকসরাও জায়গা করেছে বাংলাদেশ সফরের স্কোয়াডে।
বাংলাদেশে তিন ম্যাচ ওয়ানডে ও দু’টি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। এই সফরের সাদা বলের সিরিজের ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেবেন নিক কেলি। আর লাল বলের দলের দায়িত্ব থাকবে জো কার্টারের ওপর। ১৫ সদস্যের এই এ দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ জন। সিরিজের প্রথম দু’টি ওয়ানডের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের ‘এ’ দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের মতো পেসাররা। ৩১ বছরের নিক কেলি নিউজিল্যান্ডের প্রথম শ্রেনির ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে এবারের মৌসুমে ৫৭.৬১ গড়ে রান করেছেন সর্বোচ্চ ৭৪৯। ২১ বছর বয়সী রিস মাইরুর ব্যাট থেকে ৭৪.৭০ গড়ে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৭ রান। সিরিজের লাল বলের অধিনায়ক জো কার্টার দেশটির ঘরোয়া ক্রিকেটে প্রায় এক যুগ ধরে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। কিউইদের সবশেষ উপমহাদেশ সফরে ২০২২-এ ভারতে দু’টি আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি করেন এই ডানহাতি ব্যাটার, একটিতে খেলেন ১৯৭ রানের ইনিংস। ব্ল্যাক ক্যাপদের পেস বিভাগে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন জ্যাকার ফোকস, বেন লিস্টার ও পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন। সফরে আছেন ২০২৩-এ দু’টি ওয়ানডে ও একটি সীমিত ওভারে ম্যাচ খেলা তরুণ লেগ স্পিনার আদিত্য অশোক।
বাংলাদেশ সফরের একদিনের ম্যাচগুলোর প্রথমটি সিলেটে শুরু হবে আগামী ৫ই মে। একই মাঠে ৭ই মে পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেটের আউটার স্টেডিয়ামে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ই মে। ১৪ই মে সিলেটেই শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। শেষ ম্যাচটি গড়াবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২১শে মে।
নিউজিল্যান্ড ‘এ’ দল: মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হেফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মাইরু, ডেল ফিলিপস।